
ক্রিকেটার সাব্বির রহমান। যতোটা না খেলে তার চাইতে বেশী গণমাধ্যমের শিরোনাম হয়েছেন নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য।
এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ অসদাচরণ ও বর্ণবৈষম্যমূলক মন্তব্যের। যার জেরে জরিমানা করা হয়েছে এই ক্রিকেটারকে। পঞ্চাশ হাজার টাকা গুনতে হবে জাতীয় দলের বাইরে থাকা সাব্বিরকে।
সে সাথে জরিমানা গুণতে হচ্ছে অভিযোগকারী দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যানেজারকে। ক্লাবটির ম্যানেজার টিপু সুলতান মাহমুদকেও জরিমানা দিতে হবে পঞ্চাশ হাজার টাকা। এমনকি, এ ঘটনায় জড়িত শেখ জামাল ক্রিকেটার ইলিয়াস সানিকে সতর্ক করে দেওয়া হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কোথা জানিয়েছে বিসিবি।
বাংলাদেশের হয়ে সাব্বির রহমান দুটি ওয়ানডে বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেন। এর মধ্যে প্রথম বিশ্বকাপ ক্যামিও খেলে ভক্তদের ভালোবাসা কুড়ালেও ২০১৯ সালের বিশ্বকাপে সাব্বির রহমানের পারফরম্যান্স ছিল একেবারেই হতাশাব্যাঞ্জক। এর পর থেকে আর খুব একটা জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না এই তরকা ক্রিকেটার।