রাজধানীর কদমতলীতে চাঞ্চল্যকর তিন খুনের ঘটনায় মামলা হয়েছে। মা, বাবা ও বোনকে হত্যার দায়ে মামলা হয়েছে মেয়ে মেহজাবিন ইসলাম ও তার স্বামী শফিকুল ইসলামের বিরুদ্ধে। শনিবার রাতে মামলাটি করেছেন নিহত মাসুদ রানার ভাই সাখাওয়াত হোসেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এরই মধ্যে নিহতের মেয়ে মেহজাবিন ইসলামকে গ্রেফতার দেখানো হলেও তার স্বামী শফিককুল ইসলাম অসুস্থ্য থাকায় তাকে এখনো জিজ্ঞাসাবাদ করা যায়নি।
জরুরি সেবা ৯৯৯-এ একজন নারীরর কল পেয়ে কদমতলীর মুরাদপুরের লাল মিয়া সরকার রোডের একটি বাড়ির দ্বিতীয় তলায় যায় আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার সকালে ওই বাসায় গিয়ে তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ। বিকেলেই ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় লাশ তিনটি।
নিহত ব্যক্তিরা হলেন পঞ্চাশ বছর বয়সী মাসুদ রানা, তার স্ত্রী পঁয়তাল্লিশ বছর বয়সী মৌসুমি ইসলাম এবং তাদের মেয়ে একুশ বছর বয়সী মেয়ে জান্নাতুল ইসলাম।
এদিকে, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহত মাসুদ রানার মেয়ে মেহজাবিনকে শনিবারই আটক করে পুলিশ। আজ এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হলো। অন্যদিকে মেহজাবিনের স্বামী শফিকুল ও তাদের পাঁচ বছরের মেয়েকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।