বিদেশে নারী পাচার চক্রের মূল হোতা নদী ওরফে জয়াসহ ৭ জনকে নড়াইল থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্কলা রক্ষা বাহিনী। এর আগে নারী পাচার চক্রে জড়িতদের ধরতে অভিযান চালানো হয়।
সম্প্রতি টিকটক হৃদয় বাবুর মাধ্যমে পাশ্ববর্তী দেশ ভারতে নারী পাচারের ঘটনায় তোলপাড় শুরু হয়। এ ঘটনায় বেশ কয়েকটি মামলাও হয়েছে।
বিষয়টি সামনে আসার পর নড়ে চড়ে বসে প্রশাসন। মামলাগুলোর আওতায় এখনো পর্যন্ত প্রায় ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে ১২ জনকেই গ্রেফতার করা হয়েছে ভারতে। যাদের মধ্যে ১০ জনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। অন্যদিকে বাংলাদেশে গ্রেফতারকৃতদের ৮ জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন। আর আজ নদীসহ ৭ জনকে গ্রেফতার করা হলো নড়াইল থেকে।
ভুক্তভোগীদের অভিযোগ, টিকটক হৃদয় বাবুর চক্রের সাথে অনেকদিন ধরেই জড়িত নদী। টার্গেট করা নারীদের ফাঁসাতে প্রথমে ফেইসবুকের মাধ্যমে যোগযোগ করতেন নদীই।
আসামীদের জবানবন্দীতে উঠে আসে নির্যাতনের ভয়াবহ চিত্র। শারিরীক নির্যাতন ছাড়াও যৌনকর্মে বাধ্য করা হতো পাচারকারীদের।
একজন তরুণীকে নির্যাতন ও যৌন নিপীড়নের চিত্র সামাজিক যোগযোগমাধ্যমে ভাইরাল হলে ২৭ মে হৃদয়সহ আর পাঁচজন বাংলাদেশিকে গেফতার করে বেঙ্গালুরু পুলিশ। সেই ঘটনার অনুসন্ধানে প্রায় ৫০ জন সদস্যের আন্তর্জাতিক মানবপাচারকারী সদস্যের সন্ধান পায় বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ।
এখন পর্যন্ত, তিন বাংলাদেশি তরুণী ভারত থেকে পালিয়ে দেশে ফিরতে পেরেছেন। এসব ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় মানব পাচার আইনে তিনটি মামলা করা হয়েছে।
Podcast: Play in new window | Download






Users Today : 4
Users Last 30 days : 978
Total Users : 15155
Total views : 26114
Who's Online : 0