সাকিব আল হাসানের হাতেই দায়িত্ব দেয়া হলো বাংলাদেশ টেস্ট দলের। যেখানে সাকিবের পাশে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন লিটন দাস।
২০২০ সালের অক্টোবরে আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর সদ্যসমাপ্ত শ্রীলংকা সিরিজের আগপর্যন্ত দেড় বছরে স্রেফ তিনটি টেস্ট খেলেছেন সাকিব। অথচ এ সময়ে বাংলাদেশ খেলেছে ৯টি টেস্ট।
কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিলো, বর্তমান অধিনায়ক মুমিনুল হক আর অধিনায়কের দায়িত্বে থাকছেন না। তখন থেকেই সবাই বলছিলেন, অধিনায়কত্ব পেতে পারেন সাকিব আল হাসান।
সব গুঞ্জনকে সত্যি প্রমাণ করে সাদা দলের দায়িত্ব উঠলো সাকিবের হাতেই। যেখানে তাকে যোগ্য সঙ্গ দেবেন লিটন দাস।
উল্লেখ্য, সাকিব আগেও টেস্ট দলের অধিনায়ক ছিলেন। আইসিসির বহিষ্কারাদেশের কারণে ২০১৯ সালের অক্টোবরে মুমিনুলকে টেস্ট দলের দায়িত্ব দেওয়া হয়। এর আগে দুই মেয়াদে বাংলাদেশ দলকে ১৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন সাকিব, জয় তিনটিতে ও হার ১১টিতে।