
বিইআরসি জানিয়েছে গ্যাসের নতুন নির্ধারিত এই মূল্য কার্যকর হবে চলতি জুন মাস থেকেই।
এর আগে গত ২১ থেকে ২৪ মার্চ পর্যন্ত গ্যাসের দাম বাড়াতে বিতরণ কোম্পানিগুলোর আবেদনের ওপর গণশুনানি হয়। সেই শুনানিতে যদিও গ্যাসের দাম গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম গড়ে ১১৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়। তবে নতুন সিদ্ধান্তে গ্যাসের এই মূল্যবৃদ্ধি ঠেকেছে ২২ দশমিক ৭৮ শতাংশে।
ঐ শুনানিতে মিটারবিহীন গ্যাসের এক চুলার ক্ষেত্রে ২ হাজার টাকা এবং দুই চুলায় ২ হাজার ১০০ টাকা করার প্রস্তাব দেয় পেট্রোবাংলা। তবে বিইআরসি’র কারিগরি মূল্যায়ন কমিটি এক চুলায় ৯৯০ টাকা এবং দুই চুলায় ১ হজার ৮০ টাকা করার সুপারিশ করে।
গত ২২ মার্চ শুনানির দ্বিতীয় দিনে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব তুলে ধরে সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড। সংস্থা দুটি বিদ্যমান মূল্যের চেয়ে ১১৭ শতাংশ বাড়িয়ে মিটারবিহীন এক চুলার জন্য ৯২৫ টাকার পরিবর্তে ২ হাজার টাকা এবং দুই চুলার ৯৭৫ টাকার পরিবর্তে ২ হাজার ১০০ টাকা করার প্রস্তাব দেয়।
তবে গণশুনানিতে বিইআরসির কারিগরি মূল্যায়ন দল এক চুলার ক্ষেত্রে ৯২৫ টাকার পরিবর্তে ৯৯০ টাকা এবং ৯৭৫ টাকার দুই চুলায় ১ হাজার ৮০ টাকা করার সুপারিশ করে।