চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনায় পরপর তিন দফা বিকট বিস্ফোরণ হয়েছে। এতে ঐ এলাকার কয়েক কিলোমিটারের মধ্যে ভূকম্পন অনুভূত হয়। এদিকে, ডিপোটির কনটেইনারে থাকা রাসায়নিক পদার্থের কারণেই এমন বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিদেশ থেকে আমদানি করা হাইড্রোজেন পার অক্সাইডই ছিল মূলত এসব কনটেইনারে। যা অ্যাভিয়েশন শিল্পখাতে ব্যবহৃত হয়। উচ্চ চাপে এই রাসায়নিক বোতলজাত করা হয়ে থাকে। গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনিসুর রহমান।
তিনি বলেন, ‘ডিপোর কর্মকর্তাদের বরাতে আমরা জানতে পেরেছি, কনটেইনারগুলোতে হাইড্রোজেন পার অক্সাইড ভর্তি ছিল। তবে প্রথমে আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসকর্মীদের এ বিষয়ে প্রতিষ্ঠানের কেউ অবহিত করেনি। এমন রাসায়নিকের আগুন নেভাতে হয় ফগ সিস্টেমে। আমরা এই পদ্ধতিতে এবং ফোমের মাধ্যমে এখন আগুন নেভানোর চেষ্টা করছি।’
এদিকে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলেও জানান এই কর্মকর্তা। প্রথম বিস্ফোরণ হওয়া কনটেইনারটি ভস্মীভূত হয়ে আগুন নিভেছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নেভাতে কাজ করে যাচ্ছে।

আগুনের ভয়াবহতা এতোই তীব্র যে আশেপাশের এলাকার ভবনের জানালার কাঁচ ভেঙে পড়ার খবর পাওয়া যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট কাজ করছে। তবে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের অন্তঃত ৪ জন কর্মী আহত এবং দগ্ধ হয়েছেন। এছাড়া একজন পুলিশ কনস্টেবলের পা বিচ্ছিন্নসহ অন্তত নয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি আরও বলেন, বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সব ইউনিটে সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নেভাতে আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। চট্টগ্রাম থেকেও ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আনা হয়েছে।

এদিকে, সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানিয়েছেন, বিস্ফোরণে তাঁদের থানার কনস্টেবল তুহিনের এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আরও অন্তত পাঁচ কনস্টেবল, ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোতাহার হোসেন এবং শিল্প পুলিশের একাধিক সদস্য আহত হয়েছেন। এ ছাড়া ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
তবে কতজন হতাহত হয়েছেন সঠিকভাবে বলা যাচ্ছে না বলেও জানান তিনি। আহতদের হাসপাতালে নেয়া হচ্ছে।
বিএম কন্টেইনারের ঐ ডিপোতে আমদানি ও রফতানির বিভিন্ন মালামালবাহী কন্টেইনার ছিল বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডিপোর কন্টেইনারে রাসায়নিক ছিল, বিকট শব্দে একের পর এক বিস্ফোরণ ঘটে। দ্রুত চারিদিকে আগুন ছড়িয়ে যায়। অনেক আহত হয়েছেন।