গত কয়েকদিন থেকে ভারত ও পাকিস্তান ক্রীড়াঅঙ্গনের টক অফ দা টাউন ছিল ভারতীয় টেনিস তারকা সানিয়া মীর্জা ও পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের বিবাহ বিচ্ছেদের খবর।পাকিস্তানি অভিনেত্রী আয়েশা ওমরের সাথে শোয়েব মালিকের পরকিয়ার জের ধরে তাদের সম্পর্কের ইতি ঘটতে যাচ্ছে বলে মনে করা হচ্ছিলো।
কিন্তু এই বিচ্ছেদ খবরের মধ্যেই নিজেদের নতুন শো আনার ঘোষণা দিলেন জনপ্রিয় দম্পতি সানিয়া মীর্জা ও শোয়েব মালিক। শোয়ের নাম ‘দ্য মির্জা মালিক শো’। খুব শীঘ্রই পাকিস্তানি স্ট্রিমিং পরিষেবা উর্দুফ্লিক্সে প্রিমিয়ার হবে এই শোয়ের।সাইটটির অফিশিয়াল অ্যাকাউন্টে শোটির যাবতীয় খবর এবং অনুষ্ঠানের পোস্টার শেয়ার করেছে আয়োজকরা। সেখানে বলা হয় ‘দ্য মির্জা মালিক শো’ খুব শীঘ্রই আসছে উর্দুফ্লিক্সে। এরপর দর্শকদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করা হয়।পোস্টে সানিয়া মির্জা ও শোয়েব মালিককে মেনশনও করেছে চ্যানেলটি।
সানিয়া ও শোয়েবের সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে এমন গুঞ্জনের শুরু। ছেলের জন্মদিনের ছবি শেয়ার করে প্রথমে বিচ্ছেদের ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন শোয়েব,এদিকে সানিয়াও ঠিক একই রকম ইঙ্গিতপূর্ণ পোস্ট করলে তা নিয়ে বেশ হইচই পড়ে যায় দুইদেশের মিডিয়াঅঙ্গনে। এর পরপরই শুরু হয় অনুসন্ধান। আর তাতেই বের হয়ে আসে তাদের সম্পর্কের অবনতির খবর। নাম প্রকাশে অনিচ্ছুক শোয়েবের ম্যানেজমেন্ট দলের একজন সদস্য সংবাদমাধ্যমকে জানান, ‘তারা এখন আনুষ্ঠানিকভাবেই ডিভোর্সড। আমি এর বেশি কিছু বলতে পারব না। তবে আমি নিশ্চিত যে, তারা আলাদা হয়ে গেছে।‘ এরপরই আবার তারকা দম্পতির বিচ্ছেদ নিয়ে অনলাইন সরগরম হয়ে যায়।
ভক্ত-অনুরাগীদের পাল্টাপাল্টি স্ট্যাটাসে অনলাইনে এখন সর্বাধিক আলোচনার বিষয় সানিয়া-শোয়েবের বিচ্ছেদ। কিন্তু এরই মধ্যে এমন খবর ভক্ত-অনুরাগীদের মনে প্রশ্নের জন্ম দিচ্ছে তাহলে কি সবই গুঞ্জন?
তবে পাকিস্তানি কিছু মিডিয়ার প্রতিবেদন অনুসারে, শোয়েব এবং সানিয়া কিছু আইনি জটিলতা সম্পন্নের অপেক্ষাতে আছেন। সমস্যাগুলোর সমাধান হলেই আনুষ্ঠানিক ভাবে বিচ্ছেদের ঘোষণা দেবেন বলে ধারণা করা হচ্ছে। তবে যাই হোকনা কেন ভক্তরা অবশ্যই ‘দ্য মির্জা মালিক শো’ দেখবেন এমনটাই আশা করছেন শোটির আয়োজকরা।
ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক ২০১০ সালের ১২ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন। ক্রীড়া জগতের অন্যতম সফল ও জনপ্রিয় দম্পতি হিসেবে পরিচিত তারা। তাদের একমাত্র সন্তান ইজহান মির্জা মালিক।