মধ্য প্রাচ্যের দেশ কাতারে “গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ”খ্যাত ফিফা বিশ্বকাপের ২২ তম সংস্করনের পর্দা উঠছে আর কিছুক্ষণ পরেই। তবে তার আগে একটি ছবি ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহে বেশ ভাইরাল হয়েছে।
১৯ নভেম্বর শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টাইন মহাতারকা মেসি এবং পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো প্রায় এক সময়েই একটি ছবি পোস্ট করেছেন,যা দেখে রীতিমতো শোরগোল পড়ে যায় দুজনের সমর্থকদের মাঝে।দুজনেরই ভক্ত অনুরাগিরা আনন্দ উচ্ছাস প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
শনিবার রাতে দুজন যে ছবিটি প্রকাশ করেছেন তাতে দেখা যাচ্ছে, রোনালদোর হাত মাথায় এবং মেসির হাতে গালে দিয়ে দুজনেই চিন্তামগ্ন হয়ে দাবা খেলছেন। তবে খেলাটা কোনো দাবার বোর্ডে হচ্ছে না, হচ্ছে দাবার বোর্ডের ডিজাইনে বানানো একটি স্যুটকেসের ওপর। যদি ভেবে থাকেন যে এই ছবির মাধ্যমে তাদের একে অপরের সাথে চির প্রতিদ্বন্দ্বিতাকে তুলে ধরা হয়েছে তাহলে আপনি ভুল ভাবছেন।
কিন্তু তাহলে কেন একই ছবি একই সময় দুজনেই পোস্ট করেছেন? যানা গেল সেই প্রশ্নের উত্তরও।
মূলত বিখ্যাত ফরাসি ফ্যাশন হাউস লুই ভিটনের বিজ্ঞাপনী প্রচারণার জন্য ছবিটি তোলা হয়েছে। ফ্যাশন হাউসটি তাদের ব্যাগের প্রচারণার জন্য মেসি ও রোনালদোকে একই ফ্রেমে নিইয়ে আসেন আমেরিকান ফটোগ্রাফার অ্যানি লেইবোভিটজের ক্যামেরায় তোলা হয় ছবিটি। যাতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ফুটবল কিংবদন্তিকে দাবা খেলায় মগ্ন দেখা যাচ্ছে।
ফরাসি ফ্যাশন হাউস লুই ভিটন মূলত তাদের চামড়ার তৈরি ব্যাগ, জুতো, অলংকার ও অন্যান্য সামগ্রীর জন্য বিশ্বজুড়ে খ্যাত। তারা এর আগেও পেলে-ম্যারাডোনা-জিদানকে একসঙ্গে করে বিজ্ঞাপন বানিয়ে চমকে দিয়েছিল পুরো বিশ্বকে।
একই ক্যাপশন ব্যাবহার করে ছবিটি পোস্ট করা হয় হয় মেসি ও রোনালদো দুজনেরই অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট থেকে। ছবির ক্যাপশনে বলা হয়েছে: ‘বিজয় তো মনের এক অবস্থা। ঐতিহ্যবাহী হাতে নির্মিত ট্রাঙ্কের ছবিটি লুইস ভুইটনের জন্য তুলেছেন অ্যানি লেইবোভিটজ।’
প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হওয়া এ ছবিটিকে ফুটবল বিশ্লেষকরা বছরের সবচেয়ে আইকনিক ছবি হিসেবে উল্লেখ করেছেন। কেউ কেউ তো আবার ছবিটিকে শতাব্দীর সেরা ছবি হিসেবে আখ্যায়িত করেছে।