২০ নভেম্বর থেকে মধ্যপ্রাচ্যর দেশ কাতারে শুরু হয়ে গেছে ফিফা বিশকাপ।আর তাতে অংশ নিতে পর্তুগাল ফুটবল দল এখন কাতারে অবস্থান করছে।দলের সঙ্গেই আছেন রেকর্ড পঞ্চম বিশ্বকাপ খেলতে চলা পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
যদিও এ মুহূর্তে বিশ্বকাপ শিরোপার দিকে নজর থাকলেও বিশ্বকাপের পর পর্তুগিজ অধিনায়কের সামনে অপেক্ষা করছে অনিশ্চিত ভবিষ্যত।বর্তমান ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এর সাথে তার সম্পর্ক শেষ হওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র। তাই রোনালদো এখন নতুন ক্লাবের খোঁজে।সেই খোঁজে তিনি আবার ফিরে যেতে চান নিজের সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদে।
বিশ্বকাপ শুরুর কিছুদিন আগে গত ১৪ নভেম্বর ব্রিটিশ ব্রডকাস্টার পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের সঙ্গে নিজের বর্তমান অবস্থা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি অভিযোগ করেন ,ক্লাব তার সঙ্গে বিশ্বাসঘাতকতা ও প্রতারনা করেছে। তিনি এও বলেন বর্তমান কোচ এরিক টেন হেগের প্রতি তার কোন শ্রদ্ধাবোধ নেই। তার এসব অপমানজনক অভিযোগের পর যে ক্লাব যে তার সাথে সম্পর্ক ছেদ করতে যাচ্ছে তা সহজেই অনুমেয়। ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু করেছে তারা।বিশ্বকাপের পর যে রোনালদো আর ওল্ড ট্র্যাফোর্ডে ফিরছেন না এটা একপ্রকার নিশ্চিত।
মুলত এর পর থেকে নতুন দলের সন্ধান করছেন এই ৩৭ বছর বয়সি তারকা।মৌসুমের বাকি সময়টা তিনি সেখানেই কাটাতে চান।পছন্দের ক্লাব হিসেবে প্রিমিয়ার লিগের আরেক দল চেলসির নাম উঠে এলেও কোচ গ্রাহাম পর্টার তাকে দলে নিতে আগ্রহী নয় বলেই জানা গেছে।
এমন অবস্থায় ক্লাবহীন থাকার শঙ্কায় থাকা রোনালদো ফিরতে চান সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদে।স্প্যানিশ গণমাধ্যম স্পোর্তের খবরে এমনটাই জানা গেছে। মৌসুমের বাকি ছয়মাস রিয়াল মাদ্রিদের হয়ে খেলার জন্য সাবেক ক্লাবটিকে প্রস্তাব পাঠিয়েছেন তিনি। যদিও এই বিষয়ে রিয়াল মাদ্রিদ কি ভাবছে তা জানায়নি এই গণমাধ্যম।
মূলত রিয়াল মাদ্রিদের প্রধান ভরসা করিম বেনজেমার ইনজুরির কারণেই এমন প্রস্তাব দিয়েছেন তিনি।মৌসুমের শুরু থেকে ইনজুরিতে পড়েন এই ফরাসি তারকা।এরমধ্যেই বিশ্বকাপ খেলতে কাতারে যাওয়া বেনজেমা বাঁ পায়ের উরুর ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন তিনি। সুস্থ হয়ে মাঠে ফিরতে কমপক্ষে ৩-৪ সপ্তাহ লাগবে তার।
উল্লেখ্য ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন রোনালদো। ক্লাবটির হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, লা লিগাসহ অসংখ্য শিরোপা জিতেছেন তিনি। রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করেছেন তিনিই।