২০ নভেম্বর জমকালো আয়োজনে কাতারে পর্দা উঠলো“গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ” খ্যাত ফিফা বিশ্বকাপের ২২ তম আসরের।শুরু হয়ে গেছে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ। আর আজ সেই মহাযজ্ঞে অংশ নিতে মাঠে নামবে এবারের আসরের অন্যতম ফেভারিট ও শিরোপার দাবীদার লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা।বিশ্বকাপকে নিজেদের করে নিতে এবার আগেই শক্তিশালী দল ঘোষণা করেছে আর্জেন্টিনা,তারই ধারাবাহিকতায় আজ মাঠে নামবে দুইবার এর বিশ্বকাপ চ্যাম্পিয়ন এই দল।
২০২২ এর কাতার বিশ্বকাপ জয়ের মিশনে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ হিসাবে থাকছে মধ্যপ্রাচ্য দেশ সৌদি আরব। ২২ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় এবং কাতার সময় বেলা ১ টায় দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
ফিফা বিশ্বকাপে এই প্রথমবারের মত খেলতে যাচ্ছে আর্জেন্টিনা-সৌদি আরবের। যদিও এখন পর্যন্ত ভিন্ন ভিন্ন প্রতিযোগিতায় চারবার মুখোমুখি হয়েছে দলদুটি। এর মধ্যে দুটিতে জয় পেয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। আর সর্বশেষ দেখায় ২০১২ সালে প্রীতি ম্যাচটি গোলশূন্য সমতায় শেষ হয়।
৩৬ বছরের শিরোপার আক্ষেপ কাটিয়ে বিশ্বকাপকে নিজেদের করে নিতে এবংআর্জেন্টাইন মহাতারকা মেসির হাতে অধরা বিশ্বকাপকে তুলে দিতে আজ থেকে জয়ের মিশনে নামবে লাতিন আমেরিকার জায়ান্টরা।ইনজুরির কারনে দু-একজন নিয়ে সমস্যা হলেও শেষ মুহূর্তে সেরা কম্বিনেশন ঠিক করতে পেরেছেন কোচ লিওনেল স্ক্যালোনি। তাই সৌদি আরবের বিপক্ষে ইতিবাচক শুরুর অপেক্ষায় বিশ্বকাপের হট ফেভারিটরা।
সৌদি আরবের বিপক্ষে দলকে ৩-৪-৩ ফর্মেশনে দল সাজিয়েছে আর্জেন্টিনা। আক্রমণভাগে বরাবরের মতো থাকছেন লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া ও লাউতারো মার্টিনেজ।
এমিলিয়ানো মার্টিনেজ তো থাকছেনই গোলবারের নিচে অতন্দ্র প্রহরী হিসেবে।তার সামনে সেন্টারব্যাক হিসেবে খেলবেন ইংলিশ ক্লাব টটেনহ্যামের ক্রিস্টিয়ান রোমেরো। তার বাঁপাশে থাকবেন অলিম্পিক লিওঁর লেফটব্যাক নিকোলাস ওতামেন্দি আর রাইটব্যাক হিসেবে অ্যাতলেটিকো মাদ্রিদের নাহুয়েল মলিনা।আর মাঝমাঠে খেলবেন মার্কোস আকুনিয়া, রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস ও আলেক্সিস মাকআলিস্তার।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশঃ
এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মার্কোস আকুনিয়া, রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস মাকআলিস্তার, লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া।
শক্তিমত্তা ও রাঙ্কিং এর বিচারে হয়তো আর্জেন্টিনা থেকে অনেকটাই দূরে সৌদি আরব কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে ভালো খেলা উপহার দিতে চায় অ্যারাবিয়ান ফ্যালকনসরা।