২০ নভেম্বর কাতারে উদ্বোধন হয়য়ে গেল ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ২০২২ এর ফিফা বিশ্বকাপ। ফুটবলের এই মহাযজ্ঞকে সফল করতে ও নিজেদের বিশ্বসেরা প্রমান করতে সামর্থ্যের সেরাটুকু নিয়ে প্রস্তুত অংশগ্রহণকারী সব দেশ। ইতিমধ্যেই মাঠে গড়িয়েছে বল, শুরু হয়ে গেছে প্রথম পর্বের খেলা।
আর আজ সেই মহাযজ্ঞে অংশ নিতে মাঠে নামবে এবারের আসরের অন্যতম ফেভারিট ও শিরোপার দাবীদার লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা।বিশ্বকাপকে নিজেদের করে নিতে এবার আগেই শক্তিশালী দল ঘোষণা করেছে আর্জেন্টিনা,তারই ধারাবাহিকতায় আজ মাঠে নামবে দুইবার এর বিশ্বকাপ চ্যাম্পিয়ন এই দল।
২০২২ এর কাতার বিশ্বকাপ জয়ের মিশনে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ হিসাবে থাকছে মধ্যপ্রাচ্যর দেশ সৌদি আরব। ২২ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় এবং কাতার সময় বেলা ১ টায় দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
বিশ্বকাপজ্বরে কাঁপছে গোটা দুনিয়া।নিজেদের প্রিয় দলকে সাপোর্ট করতে সমর্থকরা দলে দলে হাজির হয়েছেন মধ্যপ্রাচ্যর দেশ কাতারে। হাজার মাইল দূরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে পড়েছে বিশ্বকাপের উন্মাদনা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ঘিরে উন্মাদনার শেষ নেই দেশের ফুটবলপ্রেমীদের মাঝে। প্রিয় দলকে সাপোর্ট করে তাঁরাও আয়োজন করেন নানান কিছুর। বিশ্বকাপে অনেক দল অংশ নিলেও বাংলাদেশে ব্রাজিল আর আর্জেন্টিনার সাপোর্টটার বেশি দেখা যায়। বিশ্বকাপ এলেই এক অন্যরকম উন্মাদনায় মাতে এই দুই দলের সমর্থকেররা।
আজ বিকেলে মুখোমুখি হচ্ছে এ আসরের অন্যতম ফেভারেট আর্জেন্টিনা ও সৌদি আরব। প্রিয় দলের খেলাটি টেলিভিশনের পাশাপাশি অনলাইনেও উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরা।
বাংলাদেশের ফুটবলপাগলদের কথা মাথায় রেখে বিশ্বকাপ ম্যাচ সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেয় দেশের তিনটি টেলিভিশন চ্যানেল। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), গাজী টেলিভিশন (জি টিভি) এবং দেশের একমাত্র খেলাধুলাবিষয়ক চ্যানেল টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে আর্জেন্টিনা ও সৌদি আরবের মধ্যকার ম্যাচটি।
এ ছড়া অনলাইনেও দেখা যাবে ম্যাচটি। এ জন্য প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে বাংলাদেশভিত্তিক অ্যাপ টফি। অ্যান্ড্রয়েড বা আইওএস অপারেটিং সিস্টেমে চলা ফোনের পাশাপাশি ট্যাবলেট কম্পিউটার, ল্যাপটপ, কম্পিউটার ও স্মার্ট টেলিভিশনেও উপভোগ করা যাবে আর্জেন্টিনা- সৌদি আরব ম্যাচটি।