অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় জানাতে যাচ্ছেন পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।১৪ নভেম্বর ক্লাব ও বর্তমান কোচ সম্পর্কে বিস্ফোরক মন্তব্যের পর এটা সহজেই অনুমেয় ছিল যে ম্যানচেস্টার ইউনাইটেড আর ফিরছেন না এই তারকা।
মূলত সব শেষ হয়ে গিয়েছিল অনেক আগেই।এতদিন শুধু আনুষ্ঠানিক ঘোষণাটার বাকি ছিল। সেটিও এবার এলো। আনুষ্ঠানিক এক বিবৃতির মাধ্যমে ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ রোনালদোর দল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে। যৌথ সম্মতিতেই ক্লাব ছাড়ছেন সিআরসেভেন এমনটাই বিবৃতিতে বলা হয়েছে।
ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সংবাদমাধ্যমে জানান, রোনালদোর সঙ্গে ইংল্যান্ডের ক্লাবটির সমঝোতা হয়েছে।ওই সমঝোতার ভিত্তিতে ম্যানচেস্টার ইউনাইটেড রোনালদোর দল ছাড়ার ব্যাপারে এক বিবৃতি দিয়েছে। সেখানে তারা ক্রিস্টিয়ানো রোনালদোকে ধন্যবাদ জানিয়েছে।
ম্যানচেস্টার ইউনাইটেড তাদের বিবৃতিতে বলেছে, ‘দুই মেয়াদে ওল্ড ট্রাফোর্ডে অনন্য অবদান রাখায় রোনালদোকে অনেক ধন্যবাদ। আমাদের হয়ে সে ৩৪৬ ম্যাচে ১৪৫ গোল করেছে। তার পরিবার ও তাকে আমরা ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।‘
ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাবের প্রতি অভিযোগের বিষয়টির দিকে ইঙ্গিত করে বিবৃতিতে আরও বলা হয়,’ ম্যানচেস্টার ইউনাইটেডে প্রত্যেকেই ফোকাস। কোচ এরিক টেন হ্যাগের অধীনে ভালো করার জন্য সবাই সর্বোচ্চ চেষ্টা করছে।’
উল্লেখ্য বিশ্বকাপ শুরুর কিছুদিন আগে গত ১৪ নভেম্বর ব্রিটিশ ব্রডকাস্টার পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের সঙ্গে নিজের বর্তমান অবস্থা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি অভিযোগ করেন ক্লাব তার সঙ্গে বিশ্বাসঘাতকতা ও প্রতারনা করেছে। তিনি এও বলেন বর্তমান কোচ এরিক টেন হেগের প্রতি তার কোন শ্রদ্ধাবোধ নেই। তার এসব অপমানজনক অভিযোগের পর ক্লাব যে তার সাথে সম্পর্ক ছেদ করতে যাচ্ছে তা সহজেই অনুমেয় ছিল।বিশ্বকাপের পর রোনালদো আর ওল্ড ট্র্যাফোর্ডে ফিরছেন না এটা একপ্রকার নিশ্চিত হয়েই ছিল।এবার আনুষ্ঠানিক ভাবে সেই সম্পর্কছেদের ঘোষণা এল।