২০ নভেম্বর শুরু হওয়া ফুটবল বিশ্বকাপের মধ্যে ঘরের মাঠে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে ভারতকে আমন্ত্রন জানায় বাংলাদেশ। ৪ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম ভারতের ওয়ানডে সিরিজ।অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে সিরিজ এর জন্য আজ তামিম ইকবাল কে অধিনায়ক রেখে ১৬ সদস্য এর দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ছুটিতে থাকলেও ভারতের বিপক্ষে খেলতে দলে ফেরানো হয়েছে সাকিব আল হাসানকে। আর তার সঙ্গে দলে ফিরেছেন ইয়াসির আলী রাব্বিকে। ইনজুরিতে আক্রান্ত হয়ে আগের দুই ওয়ানডে সিরিজ মিস করেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন, সৌম্য সরকার ও শরীফুল ইসলাম।মূলত বিশ্বকাপে বাজে পারফর্মেন্সের কারনে তাদের দলে রাখা হয়নি। এছাড়াও দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিনও।একের পর এক পেসাররা ইনজুরিতে পড়ায় ওয়ানডে অভিষেক করানো হয়েছিল ডানহাতি পেসার এবাদত হোসেনকে। ভালো বোলিং করায় এবাদত ভারতের বিপক্ষে দলে জায়গা ধরে রাখতে পেরেছেন তিনি।
ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দলঃ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন ও নুরুল হাসান।
উল্লেখ্য তিন ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে ভারতের জাতীয় দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রন জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।সেই আমন্ত্রণে সাড়া দিয়ে ১ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসবে ভারতীয় জাতীয় দল। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৪, ৭ ও ১০ ডিসেম্বর। আগামী ৪ ডিসেম্বর মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে।পরের ম্যাচ ৭ ডিসেম্বর একই ভেন্যুতে। তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ১০ ডিসেম্বর। টেস্ট দুটি শুরু হবে যথাক্রমে ১৪ ও ২২ ডিসেম্বর।