সবরকম সমালচনা,উত্তেজনা ও জল্পনা-কল্পনা অবসান ঘটিয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের কাঙ্খিত জয় পেয়েছে আর্জেন্টিনা।
২০২২ শে কাতারে অনুষ্ঠিত হওয়া এবারের বিশ্বকাপের আসরটি ইতিমধ্যে অঘটনের বিশ্বকাপ হিসেবে খ্যাতি পেয়েছে। টানা ৩৬ ম্যাচে অপরাজিত থাকার পর বিশ্বকাপের প্রথম ম্যাচেই সৌদি আরবের বিপক্ষে হেরে মেসি-মার্টিনেজরা এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের জন্ম দেয়। এই হারের ফলে বিশ্বকাপটাই অনিশ্চিত হয়ে যায় আসরের অন্যতম ফেভারেট এই দলটির।
কিন্তু হারের সেই দুঃস্বপ্ন কে পাশ কাটিয়ে সামর্থ্যের সেরাটুকু নিয়ে শনিবার (২৬ নভেম্বর) বাঁচা মরার লড়াইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হয় ম্যাচটি।বিশ্বকাপের সপ্নকে বাচিয়ে রাখতে আর শেষ ১৬ নিশ্চিত করতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না নেই মেসি-ডি মারিয়াদের। দুঃস্বপ্নে ভরা কাতারের সেই লুসাইল স্টেডিয়ামেই অনুষ্ঠিত হয় ম্যাচটি। তবে এবারের গল্প হয় ভিন্ন।মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে নিজেদের শিরোপা জয়ের সপ্নকে বাঁচিয়ে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা বাহিনী।
মেক্সিকো শক্ত প্রতিপক্ষ তাতে কোন সন্দেহ ছিল না কিন্তু নিজেদের সেরাটা দিয়ে খেললে জয় তুলে নেয়াটাও অসম্ভব ছিল না। অন্তত দুই দলের মুখোমুখি হওয়ার অতীত ইতিহাসও আর্জেন্টিনার পক্ষে সেই ইঙ্গিতই দিয়েছিল। বিশ্বকাপে মোট ৩ বার মুখোমুখি হয় এই দল দুটি।আর প্রতিবারই জয়ের হাসিতে হেসেছে আর্জেন্টিনা। আর গতকালের পর আর ও একবার মেক্সিকোর বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টাইনরা।
খেলার প্রথমার্ধে দুদলই বেশ কিছু গোলের সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি কোনো দলই।অনেকটাই উত্তেজনাবিহীন ছিল প্রথম দিকের খেলা।তবে বিরতির আগ মুহূর্তে মেক্সিকান তারকা ভেগার দুর্দান্ত এক ফ্রি কিক রুখে দেন আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্তিনেস। একটু এদিক সেদিক হলেই গোল হজম করে বসতো আর্জেন্টিনা।
খেলার প্রথমার্ধে একটু ছন্দবিহীন থাকলেও দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ছন্দে ফিরে আসে মেসিবাহিনী। মুহু মুহু আক্রমনে খেলার ৬৪তম মিনিটে গোলের দেখা পায় আর্জেন্টিনা। অ্যাঙ্গেল ডি মারিয়ার পাসে বাঁ পায়ের দারুণ শটে জয়সুচক গোল করেন মেসি। ৮৭তম মিনিটে ফের দৃশ্যপটে মেসি। তবে এবার বামদিক থেকে বল বাড়িয়ে দেন এনজো ফার্নান্দেজকে। ডান পায়ের দারুণ শটে মেক্সিকোর জালে বল জড়ান এনজো। ম্যাচের বাকি সময় দুদলের কেউই আর গোলের দেখা পায়নি।২-০ গোলের স্বস্তির জয় পায় আর্জেন্টিনা।
এই জয়ের ফলে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের দুই নম্বরে রয়েছে আর্জেন্টিনা। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে পোল্যান্ড।