আক্রমনাত্মক খেলার মনোভাব নিয়ে ২০২২ এর কাতার বিশ্বকাপ জয়ের মিশনে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে ব্রাজিল। প্রতিপক্ষ হিসাবে থাকছে ইউরোপের শক্তিশালী দেশ সুইজারল্যান্ড। ২৮ নভেম্বর সোমবার বাংলাদেশ সময় রাত ১০ টায় স্টেডিয়াম ৯৭৪ এ অনুষ্ঠিত হবে ম্যাচটি।
বিশ্বকাপের আজকের দিনের সবচাইতে হাই ভোল্টেজ ম্যাচ হিসাবে ধরা হচ্ছে রাত ১০ টায় অনুষ্ঠিত হতে যাওয়া ব্রাজিল ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচটি। প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে ব্রাজিল দল। যদিও ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমার ইনজুরির কারণে মাঠে নামতে পারবে না। তারপরও জয়ের ব্যাপারে বেশ আশাবাদী তারকাসমৃদ্ধ এই দলটি।
তবে ব্রাজিলের জন্য জয় যে খুব সহজে অর্জন করা সম্ভব হবে না তা এই দুইদলের অতীতে মুখোমুখি হওয়ার লড়াইগুলাে বিশ্লেষণ করলেই বোঝা যায়। নেইমার ইনজুরির কারনে দলের বাইরে থাকায় সমীকরণটা আরও কঠিন হয়ে গেছে ব্রাজিলের জন্য।
যদিও ব্রাজিল এর জন্য শক্ত প্রতিপক্ষ হবে সুইজারল্যান্ড কিন্তু তাদের দুইদলেরে মুখোমুখি পরিসংখ্যান এগিয়ে রেখেছে ব্রাজিলকে।এখন পর্যন্ত বিশ্বকাপ ও এর বাইরে এ দু’দলের মোট ৯ বার দেখা হয়েছে, যেখানে ৩ জয় নিয়ে এগিয়ে ব্রাজিল।সুইজারল্যান্ড পেয়েছে দুটি ম্যাচে জয়, আর ৪টি ম্যাচ ড্র হয়েছে। ফিফা বিশ্বকাপ আসরে এই পর্যন্ত দুইবার দেখা হয় সুইজারল্যান্ড ও ব্রাজিলের। আর দুইবারই ড্র করে মাঠ ছাড়ে তারা। ১৯৫০ সালে বিশ্বকাপে প্রথম দেখা হয় তাদের এবং ম্যাচটি ২-২ গোলে অমীমাংসিত ভাবে শেষ হয়। এরপর ২০১৮ বিশ্বকাপে তাদের আবার দেখা হয়,সেবারও সুইজারল্যান্ড-ব্রাজিল একই গ্রুপে পড়েছিল। গ্রুপ পর্বের সে ম্যাচে ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করে ছিল তারা।
বিশ্বকাপে বরাবরই চমক দিয়ে থাকে সুইসরা। তাই বলাই যায় নেইমার বিহীন ব্রাজিলকে আজ শক্ত প্রতিপক্ষকে মোকাবেলা করতে মাঠে নামতে হবে। যদিও এবারের ব্রাজিল দল গতবারের দল থেকে অনেক বেশি শক্তিশালী।
এদিকে জয়ের ব্যাপারে বেশ আশাবাদী সুইস কোচ ইয়াকিন। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ইয়াকিন বলেন, ‘অবশ্যই ব্রাজিলের বিপক্ষে জেতা সম্ভব। এই টুর্নামেন্ট ইতোমধ্যে অনেক অবিশ্বাস্য কিছু খেলা উপহার দিয়েছে। এটা মূলত ওই দিনের ফর্ম এবং ম্যাচের অবস্থার ওপর নির্ভর করবে। আমরা এই ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছি। আমরা তাদের ব্যাপারে বেশ সচেতন; কেননা তারা বিশ্বকাপ জয় করতে এসেছে। তাদের বিপক্ষে লড়াই করাটা হবে রোমাঞ্চকর।’