২০ নভেম্বর শুরু হওয়া কাতার বিশ্বকাপে বুঁদ হয়ে রয়েছে বিশ্ব ক্রীড়াঅঙ্গনের ফুটবলপ্রেমীরা।টান টান উত্তেজনায় প্রতিদিন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে গ্রুপ পর্বের খেলাগুলো। ভক্ত-সমর্থকেরা যেমন উপভোগ করছেন প্রিয় দলের খেলা, তেমনি সাক্ষী থাকছেন প্রিয় দলের নানা ঘটন-অঘটনেরও।
গতকাল ২৮ নভেম্বর অনুষ্ঠিত বিশ্বকাপের হাই ভোল্টেজ কিছু ম্যাচ। দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় ক্যামেরুন ও সার্বিয়া।ব্রাজিলের সাথে হারের পর কাল আবার জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল সার্বিয়া।কিন্তু তাদের মধ্যকার অনুষ্ঠিত ওই ম্যাচে রীতিমতো গোল উৎসবে মেতেছিল ক্যামেরুন ও সার্বিয়ার।কেউ কাউকে ছাড় দেয়নি।৬ গোলে ম্যাচ ড্র করে তবেই মাঠ ছাড়ে দুই দল।
দিনের অন্য খেলায় মুখোমুখি হয় এশিয়ার অন্যতম ফেভারেট দক্ষিণ কোরিয়া ও আফ্রিকার দেশ ঘানা।রোমাঞ্চকর এক লড়াইয়ে কোরিয়াকে হারিয়ে দেয় ঘানা।
তবে কালকের দিনের সবচাইতে হাই ভোল্টেজ ম্যাচ ছিল রাত ১০ টায় অনুষ্ঠিত হওয়া ব্রাজিল ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচটি। প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে বেশ ফুরফুরে মেজাজে ছিল ব্রাজিল দল। যদিও ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমার ইনজুরির কারণে মাঠে নামতে পারবে না তারপরও জয়ের ব্যাপারে বেশ আশাবাদী ছিল তারকাসমৃদ্ধ এই দলটি। টান টান উত্তেজনার এই ম্যাচে ১-০ গোলে সুইসদের হারিয়ে শেষ ১৬ তে নিজেদের নাম লিখায় ব্রাজিল। ম্যাচ শুরুর আগেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া জাচ্ছিল দুইদলের অতীত ইতিহাস থেকে,আর হয়েছিলও তাই।ব্রাজিল কে বেশ কষ্ট করেই এ জয় অর্জন করতে হয়েছে সুইসদের বিপক্ষে।
দিনের শেষ খেলায় আর এক হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ও উরুগুয়ে।ঘানার বিপক্ষে জয়ের পর গ্রুপ পর্যায়ে বেশ ভাল অবস্থানে ছিল পর্তুগাল।রাত ১টায় অনুষ্ঠিত হওয়া ওই ম্যাচে উরুগুয়ে কে ২-০ গোলে হারিয়ে ফ্রান্স ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল।
২৯ নভেম্বর মঙ্গলবার আজও বিশ্বকাপে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ।দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে এবারের বিশ্বকাপের স্বাগতিক দেশ কাতার এবং শক্তিশালী নেদারল্যান্ডস। একইসময় অন্য এক ম্যাচে মুখোমুখি হবে ইকুয়েডর ও সেনেগাল। এদিকে রাত ১ টায় খেলবে ওয়েলস ও ইংল্যান্ড একইসময় অন্য ম্যাচে খেলবে এশিয়ার দেশ ইরান ও শক্তিশালী যুক্তরাষ্ট্র।
চলুন জেনে আসা যাক বিশ্বকাপ ফুটবলে আজ কার কার খেলা থাকছে আর কোথায় কোথায় দেখা যাবে ম্যাচগুলো,
কাতার বিশ্বকাপ ২০২২ঃ
নেদারল্যান্ডস-কাতার
রাত ৯টা, বিটিভি ও গাজী টিভি
ইকুয়েডর-সেনেগাল
রাত ৯টা, টি স্পোর্টস
ওয়েলস-ইংল্যান্ড
রাত ১টা, বিটিভি ও টি স্পোর্টস
ইরান-যুক্তরাষ্ট্র
রাত ১টা, গাজী টিভি