আবারো এক কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনা।কাতারে অনুষ্ঠিত ২০২২ এর বিশ্বকাপ আসরে নিজেদের টিকিয়ে রাখতে আজ আবার দিতে হবে কঠিন এক পরীক্ষা।গ্রুপ এর শীর্ষস্থান ধরে রাখা শক্তিশালী পোল্যান্ডের বিপক্ষে পরীক্ষাটা যে মোটেই সহজ হবে না তা বলাই বাহুল্য।
আজ বুধবার (৩০ নভেম্বর) বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ খেলায় শেষ ১৬ নিশ্চিত করতে লিওনেল মেসির আর্জেন্টিনা মুখোমুখি হবে শক্তিশালী পোল্যান্ডের। আজ বাংলাদেশ সময় রাত ১টায় কাতারের স্টেডিয়াম ৯৭৪-এ অনুষ্ঠিত হবে ম্যাচটি।
আজ ৩০ নভেম্বর বিশ্বকাপের সবচাইতে হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে আর্জেন্টিনা ও পোল্যান্ড এর মধ্যকার ম্যাচটি। সারা বিশ্বের ফুটবল ভক্তরা, বিশেষ করে আর্জেন্টিনা ফুটবল ভক্তরা আবেগ আর উৎকণ্ঠা নিয়ে চোখ রাখবে আজকের অনুষ্ঠিতব্য এই ম্যাচে । শেষ ষোলো নিশ্চিত করতে হলে আজ লিওনেল মেসির আর্জেন্টিনার পোল্যান্ডের সাথে জয়ের কোন বিকল্প নেই। কিন্তু পোল্যান্ড এর মতো প্রতিপক্ষের বিপক্ষে কাজটা মোটেই সহজ হবে না আর্জেন্টাইনদের। এবারের বিশ্বকাপে নিজেদের গ্রুপে শীর্ষস্থান অর্জনকারী পোল্যান্ড এবারের আসরের অন্যতম শক্তিশালী দল, গ্রুপ পর্বের কোন খেলায় হারেনি তারা। এছাড়া আর্জেন্টিনার যেমন রয়েছে লিওনেল মেসি তেমনি পোল্যান্ড রয়েছে তাদের গোলমেশিন রবার্ত লেভানদোস্কি।একজন আর্জেন্টিনার দুঃসময়ের ত্রাতা অন্যজন পোল্যান্ডের সফলতার নায়ক।
টানা ৩৬ ম্যাচে অপরাজিত থাকার পর বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে এবারের বিশ্বকাপ আসরের সব চাইতে বড় অঘটনের জন্ম দেয় আর্জেন্টিনা।ওই হারের ফলে বিশ্বকাপে টিকে থাকতে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচই ফাইনালের মত চাপ নিয়ে খেলতে হচ্ছে আর্জেন্টাইনদের। মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে জিতে অনেকটা ভালো অবস্থানে থাকলেও নক আউট পর্বের টিকিট নিশ্চিত করতে আজ আবার মুখোমুখি হতে হবে কঠিন এক প্রতিপক্ষের।
দ্বিতীয় রাউন্ডে যেতে দুইদলই জয় চাইবে আজকের খেলায়।যদিও পোল্যান্ডের জন্য পথটা আর্জেন্টিনার চেয়ে সহজ। পোল্যান্ড অবশ্যই চাইবে টানা জয় নিয়ে গ্রুপ পর্ব থেকে শেষ ১৬ তে পৌছাতে, হয়তো কাজটা এতটা সহজ হবে না আর্জেন্টিনার বিপক্ষে।যদি তা না হয় টেনেটুনে ড্র করলেই গ্রুপ পর্ব থেকে সোজা চলে যাবে দ্বিতীয় রাউণ্ডে। অন্যদিকে আর্জেন্টিনাকে আজ জিততেই হবে। মূলত জিতলে কোনো রকম হিসাব-নিকাশ ছাড়াই শেষ ষোলো নিশ্চিত করবে তারা। তবে ড্র করলে শেষ ১৬ তে জেতে সৌদি আরব-মেক্সিকো ম্যাচের ফলটা তাদের জন্য জরুরি হয়ে যাবে।
যদি দুর্ঘটনাবশত সেখানে সৌদি আরব জিতে যায়,তাহলে আর্জেন্টাইনদের বিশ্বকাপ স্বপ্ন এখানেই শেষ। তবে মেক্সিকো-সৌদি ম্যাচটি যদি ড্র হয় কিংবা মেক্সিকো যদি জেতে, তাহলে শেষ ষোলোতে চলে যাবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
কিন্তু আর্জেন্টাইন দল এমন জটিল হিসাব মেলানোর চেয়ে পোলিশ-পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শেষ ১৬র টিকেট নিশ্চিত করতে চায়।