পবিত্র ওমরাহ পালন করতে এখন পবিত্র নগরী মক্কাতে অবস্থান করছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। মক্কাতে ওমরাহ পালন করা অবস্থায় শাহরুখের বেশ কিছু ছবি ও ভিডিও এরই মধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া ছবিতে অভিনেতা শাহরুখ খানকে রিদা ও ইজার পরা অবস্থায় দেখা যাচ্ছে এবং তার মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল সেসময়। ওমরাহ পালনের সময় তার সাথে আরো কিছু লোক ছিল যারা তার নিরাপত্তা কর্মী বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য খ্যাতিমান পরিচালক রাজকুমার হিরানির আসন্ন চলচ্চিত্র ডানকি’র শুটিং সৌদি আরবে করা হয়েছিল। ছবির শুটিং এর কারনে শাহরুখ ও তার টিম এতদিন সৌদি আরবে অবস্থান করছিলেন। ধারনা করা হচ্ছে শুটিং শেষ করার পরই তিনি পবিত্র মক্কা শরীফে যান ওমরাহ পালন করতে।
এর আগে গত ৩০ নভেম্বর বুধবার বলিউড সুপারস্টার তাঁর ভক্তদের একটি ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছিলেন যে তিনি এবং তার টিম সৌদি আরবে তার আসন্ন চলচ্চিত্র ডানকি’র শুটিংয়ের শিডিউল শেষ করেছেন।
ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ খান বলেছিলেন যে, ‘তিনি কখনো হজ্ব পালন বা ওমরাহ পালন করেননি। তিনি ওই সাক্ষাৎকারে আরও বলেছিলেন, ‘হজ্ব পালন অবশ্যই আমার এজেন্ডায় রয়েছে। আমি আমার ছেলে আরিয়ান ও মেয়ে সুহানাকে নিয়ে সেখানে যেতে চাই ‘।
তবে মক্কায় এবার ওমরাহ পালনের সময় শাহরুখের সঙ্গে মেয়ে সুহানা বা ছেলে আরিয়ান আছেন কিনা তা এখনও জানা যায়নি।উল্লেখ্য, দিলীপ কুমার থেকে শুরু করে আমির খান সহ বেশ কিছু ইসলাম ধর্মাবলম্বী বলিউড তারকা অতীতে মক্কায় পবিত্র হজ্ব এবং ওমরাহ পালন করেছেন।
এদিকে মুন্নাভাই এমবিবিএস, থ্রি ইডিয়টস খ্যাত পরিচালক রাজকুমার হিরানি পরিচালিত ডানকি’তে শাহরুখ খান এর বিপরীতে প্রথম বারের মত অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্র তাপসী পান্নু। সৌদি আরবে শুটিং হওয়া সিনেমাটি আগামী বছরের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবার কথা রয়েছে।
এর আগে ২০২৩ শুরুতে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখের আরেক বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র পাঠান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানের একটি নতুন পোস্টার শেয়ার করেছেন শাহরুখ। নতুন পোস্টারে তাকে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামের সাথে বন্দুক নিয়ে পোজ দিতে দেখা যায়। পোস্টার প্রকাশের পর থেকেই ভক্তদের মাঝে উন্মাদনা আরো বহুগুন বেড়ে গেছে আসন্ন সিনেমাটি নিয়ে। সব ঠিক থাকলে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ সিনেমাটি ২০২৩ সালের ২৫ জানুয়ারী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।