২০শে নভেম্বর থেকে মরুর দেশ কাতারে শুরু হওয়া’গ্রেটেস্ট শো অন দা আর্ত’ খ্যাত ফিফা বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় ভাসছে পুরো বিশ্ব। ৩২দেশের অংশগ্রহণে শুরু হওয়া এবারের বিশ্বকাপে এখন চলছে শেষ ১৬ তে উঠার জমজমাট লড়াই। ইতিমধ্যে বিশ্বকাপের এবারের আসরের শিরোপা প্রত্যাশী ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল সহ অনেক দলই দ্বিতীয় রাউণ্ড নিশ্চিত করে ফেলেছে তবে এখনো চলছে গ্রুপ পর্বের শেষ মুহূর্তের খেলা।
গতকাল ১ ডিসেম্বর বিশ্বকাপে অনুষ্ঠিত হয়েছে গ্রুপ পর্বের বেশ কিছু খেলা।শেষ ১৬ তে উঠার লড়াইয়ে দিনের প্রথম খেলায় বাংলাদেশ সময় রাত ৯ টায় মুখোমুখি হয় ক্রোয়েশিয়া ও বেলজিয়াম। আহমেদ বিল আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বেলজিয়াম। এই ড্রয়ের ফলে গ্রুপ পর্বেই বিশ্বকাপ থেকে বিদায় নিল শক্তিশালী বেলজিয়াম।আর এফ গ্রুপ এ দ্বিতীয় হয়ে শেষ ১৬ নিশ্চিত করলো ক্রোয়েশিয়া।
একইদিন একইসময়ে এফ গ্রুপের অপর খেলায় কানাডাকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে পৌছেছে মরক্কো।দোহার আল থুমামা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি।
বিশ্বকাপের অন্য খেলায় এইদিন বাংলাদেশ সময় রাত ১টায় ই গ্রুপ এর খেলায় কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি জাপান ও স্পেন।২-১ গোলে স্পেন এর বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়ে গ্রুপ সেরা হয়ে শেষ ১৬ নিশ্চিত করে এশিয়ার শক্তিশালী দেশ জাপান।সেই সঙ্গে জাপানের কাছে হেরেও পয়েন্ট টেবিলে ২য় অবস্থানে থাকার কারনে শেষ ১৬ নিশ্চিত হয় স্পেনেরও।
একই সময়ে ই গ্রুপ এর অন্য খেলায় কোস্টারিকাকে ৪-২ গোলে হারিয়েও দ্বিতীয় রাউন্ডে যাওয়া হলো না জার্মানির। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিলো চারবারের চ্যাম্পিয়ন জার্মানি।
আজ ২ ডিসেম্বর বিশ্বকাপে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের শেষ দিকের বেশ কিছু ম্যাচ। দিনের প্রথম খেলায় আজ মুখোমুখি হবে পর্তুগাল ও দক্ষিণ কোরিয়া।এক ম্যাচ হাতে রেখে ইতিমধ্যেই শেষ ১৬ উঠে গেছে পর্তুগাল তাও আজ গ্রুপ সেরা হবার লড়াইয়ে খেলতে নামবে তারা। যদিও পর্তুগালের তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো আজ খেলবেন নাকি বিশ্রামে থাকবেন তা এখনো জানা যায়নি।একই সময় একই গ্রুপের অপর ম্যাচে মুখোমুখি হবে ঘানা ও উরুগুয়ে।
তবে আজকের দিনের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হবে এবারের আসরের অন্যতম ফেভারেট ব্রাজিল ও শক্তিশালী ক্যামেরুন এর মধ্যকার ম্যাচটি।যদিও এক ম্যাচ হাতে রেখে ইতিমধ্যে দ্বিতীয় রাউণ্ড নিশ্চিত করেছে ব্রাজিল তবুও গ্রুপপর্বে শেষ ম্যাচে গ্রুপ সেরা হয়ে খেলা শেষ করতে চাইবে ব্রাজিলিয়ানরা।বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
চলুন যেনে আসি আজকের বিশ্বকাপের খেলার সূচি আর কোথায় কোথায় দেখা যাবে ম্যাচগুলো-
২০২২ বিশ্বকাপ ফুটবলঃ
দক্ষিণ কোরিয়া-পর্তুগাল
রাত ৯টা, বিটিভি ও টি স্পোর্টস
ঘানা-উরুগুয়ে
রাত ৯টা, গাজী টিভি
ক্যামেরুন-ব্রাজিল
রাত ১টা, বিটিভি, টি স্পোর্টস, গাজী টিভি