রাউন্ড অব সিক্সটিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ মাঠে নামবে আত্মবিশ্বাসী আর্জেন্টিনা।খুব বেশি পরিবর্তন না করে মুল একাদশ নিয়ে মাঠে নামবে আর্জেন্টাইনরা।
গ্রুপ পর্বের লড়াইয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপদের নিয়ে আজ থেকে অনুষ্ঠিত হবে শেষ ১৬ লড়াই। আজ ৩ ডিসেম্বের শনিবার ফিফা বিশ্বকাপ ফুটবলে “মারো, না হয় মরো” এই মন্ত্রে শুরু হবে রাউন্ড অব সিক্সটিনের খেলা। নক আউট পর্বের এ লড়াইয়েত আজ রাত ১ টায় কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে এবারের আসরের অন্যতম শিরোপার দাবীদার আর্জেন্টিনা।
নকআউট পর্বে কোন ধরনের ঝুঁকি না নিয়ে, সেরা একাদশ নিয়েই মাঠে নামবে স্ক্যালোনির দল। যদিও গত তিন ম্যাচে একাদশে এসেছে বেশকিছু পরিবর্তন। সম্ভাবনা আছে এই ম্যাচেও।তবে খুব বেশি পরিবর্তন হচ্ছেনা মুল একাদশের।
লেফ্ট ব্যাকে অ্যকুনার পরিবর্তে খেলবেন তাগলিয়াফিকো এটা অনেকটাই নিশ্চিত।মিডফিল্ডে স্ক্যালোনির ভরসা কুড়িয়েছেন ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেস। বিশ্রামের গুঞ্জন থাকলেও প্রথম একাদশেই থাকছেন ডি মারিয়া। নিউক্লিয়াস মেসির সঙ্গে পারফেক্ট নাইনে থাকবেন আলভারেজ।
এদিকে একাদশ মোটামুটি সেট হলেও দুশ্চিন্তা আছে টানা খেলার ধকল নিয়ে। মাত্র দুদিনের বিরতি দিয়ে দুটো কঠিন ম্যাচ খেলতে হচ্ছে আর্জেন্টিনার। ফুটবলারদের ক্লান্তির বিষয়টি বিবেচনায় এনে দলে শেষ মুহুর্তে কিছু পরিবর্তন আনতে পারেন স্ক্যালোনি।অতীত ইতিহাস যাই হোক না কেন সকারুজদের মোটেই হালকা ভাবে নেয়নি আর্জেন্টিনা। পূর্ণ শক্তির একাদশ নিয়েই মাঠে নামবে তারা।
আরও পরুনঃরাউন্ড অব সিক্সটিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে আত্মবিশ্বাসী আর্জেন্টিনা
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশঃ
এমিলিয়ানো মার্টিনেজ, মোলিনা, ওটামেন্ডি, ক্রিস্টিয়ান রোমেরো, তাগলিয়াফিকো, ম্যাক অ্যালিস্টার, এঞ্জো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, জুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, ডি মারিয়া।
নকআউটে সব ম্যাচই অনুষ্ঠিত হবে ফাইনালের মত চাপ নিয়ে।তবে বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে ফাইনালের মত চাপ নিয়ে খেলা আর্জেন্টাইনদের কাছে এ আর নতুন কোন কিছু নয়। বিশ্বকাপে গ্রুপ পর্বে আর্জেন্টিনার শুরু আর শেষের দৃশ্যপট যেন দুই মেরুতে। পোল্যান্ড ম্যাচের জয় ছন্দে ফিরিয়েছে আর্জেন্টিনাকে। করেছে ব্যপক আত্মবিশ্বাসী।তাই আজ পূর্ণ আত্মবিশ্বাস নি্য়ে নকআউট শুরু করতে যাচ্ছে ৭৮ আর ৮৬’র চ্যাম্পিয়নরা। অতীত পরিসংখ্যান এর ফলাফল আর বর্তমান আর্জেন্টিনা দলের আত্মবিশ্বাস দেখে আজ ভক্তরা আশা করতেই পারে ৯ ডিসেম্বর কোয়াটার ফাইনালে আবার মাঠ মাতাবে আলবিসেলেস্তরা।