২০২২ সালের বিশ্বের ১০০ জন প্রভাবশালী নারীর তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম সংস্থা বিবিসি। বর্তমান বছরে বৈশ্বিকভাবে ভূমিকা রাখা ও নিজ নিজ কর্মক্ষেত্রের মাধ্যমে আলোচনায় থাকায় নারীরা জায়গা পেয়েছেন এবারের তালিকায়। বিভিন্ন দেশের সমাজকর্মী, সাংবাদিক, চলচ্চিত্র তারকা, ক্রীড়াবিদ থেকে শুরু করে সব শ্রেনী পেশার নারীরা জায়গা করে নিয়েছে বিবিসির এই তালিকায়।
ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, বৈশ্বিক সঙ্গীতের অন্যতম পুরোধা বিলি আইলিশ, ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা, অভিনেত্রী ও সমাজকর্মী সেলমা ব্লেয়ার, রাশিয়ান পপতারকা সারিনা আল্লা পুগাচেভা, ইরানি পর্বতারোহী এলনাজ রেকাবি, ক্রীড়াবিদ ইউলিমার রোজাস এবং লেখক নানা দারকোয়া সেক্যিয়ামাহ সহ আরও অনেকেই আছেন এবারের তালিকাতে।এছাড়াও রয়েছেন বিশ্বজুড়ে জনপ্রিয়তায় থাকা আরো নামিদামি নারী ব্যক্তিত্ব।
বিশ্বজুড়ে সংঘাতের মাঝে ২০২২ সালে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রেক্ষিতে তৈরি করা হয়েছে এই তালিকা। ইরানের হিজাব আন্দোলনে প্রতিবাদকারী থেকে শুরু করে ইউক্রেন এবং রাশিয়ায় সংঘাত ও প্রতিরোধে ভূমিকা রাখা নারী পর্যন্ত রয়েছেন এ তালিকাইয়।এছাড়াও বিশ্বে নারী জাগরণে ভূমিকা রাখা বিশিষ্ট নারী ব্যক্তিত্ব ও নিজ নিজ কর্মক্ষেত্রের মাধ্যমে বিশ্বে নারীর অগ্রগতিতে ভূমিকা রাখা নারীরাও আছেন এই তালিকায়।
বিবিসির মহাপরিচালক টিম ডেভি বলেছেন, “এ বছরের ১০০ জন নারীর তালিকা প্রকাশের দশম বছর। এই বছরের তালিকায় থাকা নারীরা তাদের সম্প্রদায় এবং সমাজে যা অর্জন করেছেন এবং বৈশ্বিক নারী অগ্রগতিতে অবদান রেখেছেন। সকলেই উল্লেখযোগ্য এবং আমি গর্বিত যে বিবিসি তাদের সম্মানিত করছে এবং তাদের আলোকিত করার মাধ্যমে বিশ্ববাসীর কাছে তাদের গল্প তুলে ধরছে। এটা সম্মানজনক। ”
বিবিসির ১০০ জন প্রভাবশালী নারীর তালিকায় এ বছর সাংস্কৃতিক এবং ক্রীড়া অঙ্গন থেকে মোট ২৫ জনের নাম উঠে এসেছে। ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, অভিনেত্রী এবং প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা তারকা সেলমা ব্লেয়ার, হলিউড আইকন রিটা মোরেনো ও থাইল্যান্ডের গায়িকা মিলিও রয়েছেন এই তালিকায়।
উল্লেখ্য এই বছর প্রথমবারের মতো পূর্বের তালিকার স্থান পাওয়া ১০০ নারীকে অনুরোধা জানানো হয় তাদের পছন্দের অন্য নারীদের মনোনীত করতে।
এ বছর বিবিসির এই তালিকায় প্রথমবারের মতো জায়গা করেছেন নিয়েছেন ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।বিগত কয়েক বছর ধরেই আন্তর্জাতিক অঙ্গনে বেশ পরিচিত মুখ প্রিয়াঙ্কা। বিশ্বের অন্যতম প্রভাবশালী নারী হিসেবে তাকে বিবেচনা করা হয়। এবার বিবিসির প্রভাবশালীর তালিকায়ও নাম এল এই অভিনেত্রীর।