২০ নভেম্বর জমকালো আয়োজনে মরুর দেশ কাতারে পর্দা উঠে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ ২০২২ এর।৩২ দেশের অংশগ্রহণে শুরু হওয়া বিশ্বকাপের শুরুতেই অনুষ্ঠিত হয় গ্রুপ পর্বের ম্যাচ গুলো যা শেষ হয় ২ ডিসেম্বর ব্রাজিল-ক্যামেরুন এর ম্যাচ এর মধ্য দিয়ে।
এরপর ৩ ডিসেম্বের শনিবার ফিফা বিশ্বকাপ ফুটবলে “মারো, না হয় মরো” এই মন্ত্রে শুরু হয় দ্বিতীয় রাউণ্ডের জমজমাট লড়াই।বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াইয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে শেষ ১৬ লড়াই।
৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া শেষ ষোলর এই লড়াই একটানা চলছে আজ ৬ ডিসেম্বর পর্যন্ত।সব মিলিয়ে বিশ্বকাপের এই ৪ দিনে প্রতিদিন দুটি করে মোট ৮ টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।যেখানে ১৬ দল থেকে বিদায় নেবে ৮ দল। আর কোয়ার্টার ফাইনালের টিকিট পাবে বাকি আট দল।
আজ ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপের নক আউট পর্বের শেষ দিনের লড়াই।বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে আজ মঙ্গলবার ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের সামনে সুইজারল্যান্ড। তার আগে স্পেনের মুখোমুখি হবে মরক্কো।
আরও পড়ুনঃনক আউট থেকে কোয়ার্টার ফাইনালের ম্যাচ সমীকরণ
এইদিকে কাল অনুষ্ঠিত নক আউট পর্বের দুইটি খেলা। দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় এশিয়ার শক্তিশালী দেশ জাপান এবং ক্রোয়েশিয়া। সোমবার আল ওয়াকরার আল জানোব স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি।দুর্দান্ত ফুটবলে প্রথমার্ধে এগিয়ে যায় জাপান। দ্বিতীয়ার্ধেই সেই গোল পরিশোধ করে দেয় ক্রোয়েশিয়া। ফলাফল সমান হওয়ায় ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে সেখানেও একই অবস্থা। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। সেই পর্বে জাপানকে ৩-১ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করে ফেলে ক্রোয়েশিয়া।
এইদিকে দিনের অপর খেলায় বাংলাদেশ সময় রাত একটায় মুখোমুখি হয় এবারের আসরের অন্যতম ফেভারেট পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া। খেলতে নেমেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়াকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে ব্রাজিল। সোমবার রাতে দোহার স্টেডিয়াম ৯৭৪-এ এশিয়ার দেশটিকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে সেলেসাওরা।
চলুন যেনে আসি আজকের বিশ্বকাপের খেলার সূচি আর কোথায় কোথায় দেখা যাবে ম্যাচগুলো
২০২২ বিশ্বকাপ ফুটবলঃ
মরক্কো-স্পেন
রাত ৯টা, বিটিভি, টি স্পোর্টস ও গাজী টিভি
পর্তুগাল-সুইজারল্যান্ড
রাত ১টা, বিটিভি, টি স্পোর্টস ও গাজী টিভি
বাংলাদেশের ফুটবলপ্রেমিদের কথা মাথায় রেখে বিশ্বকাপ ম্যাচ সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেয় দেশের তিনটি টেলিভিশন চ্যানেল। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), গাজী টেলিভিশন (জি টিভি) এবং দেশের একমাত্র খেলাধুলাবিষয়ক চ্যানেল টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে বিশ্বকাপের অনুষ্ঠিত ম্যাচগুলো ।
প্রিয় দলের খেলাগুলো টেলিভিশনের পাশাপাশি অনলাইনেও উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরা।। এ জন্য প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে বাংলাদেশভিত্তিক অ্যাপ টফি। অ্যান্ড্রয়েড বা আইওএস অপারেটিং সিস্টেমে চলা ফোনের পাশাপাশি ট্যাবলেট কম্পিউটার, ল্যাপটপ, কম্পিউটার ও স্মার্ট টেলিভিশনেও উপভোগ করা যাবে।




Users Today : 4
Users Last 30 days : 978
Total Users : 15155
Total views : 26114
Who's Online : 0