বর্তমান সময়ের জনপ্রিয় ও বিশ্বখ্যাত গায়িকা লেডি গাগার কুকুরদের ২০২১ সালে অপহরণ ও গুলি করে একটি কুকুরকে হত্যার অভিযোগে মামলা হয়েছিল অভিযুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে।অবশেষে সেই মামলায় সাজা ঘোষণা করল আদালত। মামলার রায়ে অপরাধীকে ২১ বছরের হাজতবাসে পাঠিয়েছে আদালত।
আদালতে করা অভিযোগ থেকে জানা যায়, ২০২১ এর শুরুর দিকে গাগার কুকুরদের প্রশিক্ষক ফিশার তার ৪ পোষ্য কুকুরকে নিয়ে রাস্তায় হাঁটতে বের হন। সেই সময় বিরল প্রজাতির ৪টি কুকুরকে চুরির চেষ্টা করেন জেমস হাওয়ার্ড জ্যাকসন নামে এক ব্যক্তি। তার সঙ্গে সাহায্যকারী হিসেবে ছিলেন আরও ২ জন।
কিন্তু গাগার কুকুরদের প্রশিক্ষক কুকুর চুরির চেষ্টা করলে তাতে বাধা দেন।এতে ক্ষিপ্ত সেই সময় গুলি চালায় অভিযুক্ত জ্যাকসন। তার করা গুলিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় গাগার কুকুর ওয়াকারের এবং এতে মারাত্নক আহত হন কুকুর প্রশিক্ষক ফিশার।এই দিকে কুকুর প্রশিক্ষকের আহত হওয়ার সেই সুযোগে গাগার কুকুর বুলডগের মধ্যে কোজি, গুস্তাভকে চুরি করে পালায় ওই দুষ্কৃতিকারীরা।
কুকুর চুরি যাওয়ার পর বেশ ভেঙ্গে পড়েন গাগা।চুরি যাওয়া কুকুরদের খুঁজে দেওয়ার জন্য মোটা টাকা পুরস্কার ঘোষণা করেন তিনি।উক্তসময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রশিক্ষক।
এরপর কুকুর চুরি ও হত্যার দায়ে আইনের দ্বারস্থ হন এই জনপ্রিয় গায়িকা।মামলা করেন অভিযুক্তদের নামে।অবসেশে দীর্ঘ শুনানি শেষে এবার সেই মামলায় সাজা ঘোষণা হল।অভিযুক্ত অপরাধী জেমস হাওয়ার্ড জ্যাকসনকে ২১ বছরের কারাবাসের নির্দেশ দিল আদালত। জ্যাকসন ছাড়া বাকি যে দুজন ঘটনায় জড়িত ছিলেন তারা আগেই থেকেই হাজতবাস করছিলেন।




Users Today : 4
Users Last 30 days : 978
Total Users : 15155
Total views : 26114
Who's Online : 0