২০১৫ সালের পর দীর্ঘ সাত বছর বাদে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ভারতীয় ক্রিকেট দল।তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে ভারতের জাতীয় ক্রিকেট দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রন জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।সেই আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশ সফরে এসেছে ভারতীয় জাতীয় ক্রিকেট দল।গত ১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বাহিনী।
গত ৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।ইতিমধ্যে ওয়ানডে সিরিজের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে। ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।আগামী ১০ ডিসেম্বর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ২ ম্যাচ জিতে এরইমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ।আগামী ১০ ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ।ওয়ানডে সিরিজ শেষ হতেই আগামী ১৪ ডিসেম্বর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর আগামী ২২ডিসেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
এদিকে ওয়ানডে সিরিজ জয়ের আনন্দের মাঝেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ ৮ ডিসেম্বর বৃহস্পতিবার ঘোষণা করলো ভারতের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৭ সদস্যের স্কোয়াড।
টেস্ট স্কোয়াডে চমক হিসেবে ফিরে এসেছেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক।বিগত কয়েক ম্যাচে বাজে ফর্মের কারণে টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন তিনি।তবে ইনজুরির কারনে ছিটকে পড়া অভিজ্ঞ তামিম ইকবালকে প্রথম টেস্টেও পাচ্ছে না বাংলাদেশ দল। স্কোয়াডে রাখা হয়নি অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমানকে। তবে টেস্টে ১৭ জনের দলে রাখা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটসম্যান জাকির হাসানকে।সেই সাথে আছেন পেসার রেজাউর রহমান রাজাও।
ভারতের বিপক্ষে বাংলাদেশের ১৭ সদস্যের টেস্ট স্কোয়াডঃ
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, ইয়াসির আলি চৌধুরী, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, জাকির হোসেন, রেজাউর রহমান রাজা ও এনামুল হক বিজয়।
উল্লেখ্য শেষ ২০১৫ সালে তিনটি ওয়ানডে ও একটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। সেবার বেশ কষ্টদায়ক স্মৃতি নিয়ে বাংলাদেশ থেকে গিয়েছিলো তারা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে বাংলাদেশের কাছে সিরিজে হেরেছিল ভারত। আর একমাত্র টেস্ট ম্যাচটিও ড্র হয়েছিল।




Users Today : 4
Users Last 30 days : 978
Total Users : 15155
Total views : 26114
Who's Online : 0