সীমান্তে উত্তেজনার জের ধরে পাকিস্তান সেনাবাহিনী ও আফগানিস্তান সীমান্ত বাহিনীর পাল্টাপাল্টি গোলাগুলিতে ৬ বেসামরিক পাকিস্তানি সহ ১ আফগান বাহিনীর সদস্য নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য নিশ্চিত করেছে।
পাকিস্তানের দক্ষিণ-পূর্ব বেলুচিস্তান প্রদেশের চামান সীমান্ত ক্রসিংয়ে নতুন চেকপয়েন্ট নির্মাণ নিয়ে মূলত পাকিস্তান ও তালেবান বাহিনীর মধ্যে সংঘর্ষের সুত্রপাত হয়। উল্লেখ্য চামান সীমান্ত ক্রসিংটি পাকিস্তানের পশ্চিম বেলুচিস্তান প্রদেশকে আফগানিস্তানের দক্ষিণ কান্দাহার প্রদেশের সঙ্গে সংযুক্ত করে।দুই দেশের মধ্যে বাণিজ্যের প্রধান সীমান্ত ক্রসিং হলো এই চামান।
হামলার বিষয়ে পাকিস্তান সেনাবাহিনী জানায়, “আফগান সীমান্তবাহিনী বিনা উস্কানিতে চামান সীমান্ত ক্রসিংয়ে কামান ও মর্টারসহ ভারি অস্ত্র দিয়ে নির্বিচারে হামলা চালিয়েছে। আফগাণদের ওই হামলায় হামলায় ৬ জন পাকিস্তানি বেসামরিক লোক নিহত হয়েছেন এবং এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন।“
আরও পড়ুনঃ আজ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ডিজিটাল লটারি
পাকিস্তানের চামান সীমান্ত এলাকার একটি সরকারি হাসপাতালের চিকিৎসক আখতার মোহাম্মদ জানান,”হামলায় আহত অবস্থায় ২৭ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে ৬ জন মারা যান। আরও সাতজনের অবস্থা আশঙ্কাজনক।“
এদিকে আফগান বাহিনীর ঐ হামলার জবাবে ১১ ডিসেম্বর রবিবার দক্ষিণ-পূর্ব বেলুচিস্তান প্রদেশের চামান সীমান্ত এলাকায় পাকিস্তানের সেনারা পাল্টা জবাব দিয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।
পাকিস্তানি হামলার বিষয়ে কান্দাহার পুলিশের মুখপাত্র হাফিজ সাবের জানিয়েছেন, “হামলায় একজন আফগান বাহিনীর সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের মধ্যে ৩ জন বেসামরিক লোক ছিলেন।“
পাকিস্তান ও আফগানিস্তান এই দুটি দেশের মধ্যে প্রধান বাণিজ্যে সীমান্ত ক্রসিং হলো চামান।অতি সম্প্রতি দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের এই সীমান্ত ক্রসিংয়ে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটে। এসব ঘটনা আফগানিস্তানের শাসকদের সঙ্গে পাকিস্তানের উত্তেজনা ক্রমশ বাড়িয়ে দিচ্ছে।
আরও পড়ুনঃ১৪ ডিসেম্বর প্রকাশিত হবে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল
তবে কান্দাহার প্রদেশের এক আফগান কর্মকর্তা নূর আহমেদ এ ঘটনার পর জানিয়েছেন,”ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটে গেছে। দুই পক্ষ বৈঠক করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এখন।“