”গ্রেটেস্ট শো অন দা আর্ত” নামে খ্যাত ফিফা বিশ্বকাপের পর্দা উঠলো গত ২০ নভেম্বর।মধ্যপ্রাচ্যের মরুর দেশ কাতারে আসর বসেছে এবারের ফিফা বিশ্বকাপের। জমকালো আয়োজনে উদ্বোধনের পর গ্রুপ পর্বের খেলার মধ্য দিয়ে শুরু হয় এবারের আসরের।
নানা অঘটন, রোমাঞ্চ আর নতুন ইতিহাস গড়ার মধ্য দিয়ে অনন্য হয়ে থাকবে এবারের আসর।২০ নভেম্বর গ্রুপ পর্বের খেলার মাধ্যমে সুরু হওয়া এবারের বিশ্বকাপে ব্রাজিল-ক্যামেরুনের ম্যাচ দিয়ে শেষ হয় গ্রুপপর্বের লড়াই। গ্রুপ পর্বের লড়াইয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপদের নিয়ে অনুষ্ঠিত হয় শেষ ১৬ লড়াই। কাতার বিশ্বকাপে ২০২২ নক আউট পর্ব শেষ হয় ৬ ডিসেম্বর। নক আউট পর্বের বিজয়ীদের নিয়ে মাঝখানে দুই দিন বিরতি দিয়ে ৯ এবং ১০ ডিসেম্বর শুরু হয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ।কোয়ার্টার ফাইনাল শেষে চূড়ান্ত হয়েছে কাতার বিশ্বকাপের সেমিফাইনালের লাইনআপ।
সেমিফাইনালে ৮ বছর পর আবারও সেরা চারে জায়গা করে নেয়া মেসির আর্জেন্টিনা লড়বে মদ্রিচের ক্রোয়েশিয়ার বিপক্ষে।কাতারের লুসাইলে ১৩ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।এরপরদিন অর্থাৎ ১৪ ডিসেম্বর বুধবার একই সময়ে কাতারের আল বায়েতে প্রথম আরব দেশ হিসেবে সেমিতে জায়গা করে নেয়া মরক্কোর প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স।
২০ নভেম্বর শুরু হওয়া ফুটবল বিশ্বকাপে বুঁদ পুরো বিশ্বের ফুটবল অনুরাগিরা।টান টান উত্তেজনায় এক একটি ম্যাচ উপভোগ করেছেন সমর্থকেরা।গ্রুপ পর্ব পেরিয়ে কোয়াটার ফাইনাল হয়ে সেমিফাইনালে এসে পৌঁছেছে এবারের আসর। তাই বাতাসে বাজছে বিউগলের করুণ সূর। মঞ্চ ভাঙার অপেক্ষা।গত এক মাস যে উৎসবে বুঁদ ছিল তাবৎ দুনিয়া এবার সে উন্মাদনার শেষের প্রতীক্ষা। ৩২ দলের মহারণ এসে ঠেকেছে সেরা চারে।
বিশ্বকাপের মহাযজ্ঞে সেমির হাইভোল্টেজ লড়াইয়ের জন্য প্রস্তুত বিশ্ব ফুটবল।
মঙ্গলবার রাতে দুরুদুরু বুকে আর্জেন্টাইন সমর্থকরা তাকিয়ে থাকবেন টিভি সেটে, যা পারেননি রোনালদো-নেইমার, সেই অমরত্বের সুধাপানের সুযোগ মেসির সামনে। সুযোগ শুধু সর্বকালের অন্যতম সেরা হওয়া নয়, সর্বসেরার তকমা গায়ে জড়ানোর।
লুসাইলের আকনিক স্টেডিয়াম হাতের তালুর মতোই চেনা আর্জেন্টাইনদের। এ মাঠের সর্বোচ্চ চতুর্থ ম্যাচ খেলতে নামছে তারা। অন্যদিকে আত্মশক্তিতে বলিয়ান গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়া। তৃতীয়বারের মত সেমিতে ওঠা দলটার সামনে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠার হাতছানি।
আরও পড়ুন:জামায়াতের আমির ডা. শফিকুর রহমান গ্রেফতার
এরপরদিন কাতারের আল বায়েতে দৃষ্টি থাকবে সবার। প্রথম মুসলিম দেশ, প্রথম আরব দেশ, প্রথম আফ্রিকান প্রতিনিধি মরক্কোর সামনে ইতিহাসকে আরও সমৃদ্ধ করার হাতছানি। তবে সেখানে তাদের জন্য অপেক্ষা করছে প্রতিপক্ষের দুর্গকে তছনছ করে দেয়া গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স।
আল খৌরের আল বায়েতে এর আগে দুদলই খেলেছে একটি করে ম্যাচ। তবে মরক্কোর জন্য এক্স ফ্যাক্টর হবে গ্যালারির অকুণ্ঠ সমর্থন। আর ফ্রান্সের জন্য জিরুদ- এমবাপ্পের ফর্ম। সব মিলিয়ে শেষ রোমাঞ্চে বুঁদ হওয়ার অপেক্ষা।