ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে ৬৯ বয়সী এক বৃদ্ধ বন্দুকধারীর গুলিতে নিহত হন দুজন।আহত হয়েছেন আরও চারজন। আহত চারজনের মধ্যে দুজনের অবস্থা বেশ গুরুতর বলে জানা গেছে।
আজ ২৩ ডিসেম্বর শুক্রবার প্যারিসের মেট্রোস্টেশন গা দে লেস্টের নিকটবর্তী একটি কুর্দি সাংস্কৃতিক কেন্দ্রের কাছে এ ঘটনা ঘটেছে।
ঘটনার পরপরই পুলিশ সন্দেহভাজন ৬৯ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সন্দেহভাজন ব্যক্তি একজন ফরাসি নাগরিক। এর আগেও দুটি হত্যাচেষ্টার ঘটনায় পুলিশের নজরে এসেছিলেন তিনি।
তবে আজকের হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি প্যারিস পুলিশ।তবে তারা দুজনের মৃত্যু এবং ৪ জনের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে প্যারিসের প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে,তারা এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিচর যাচাই করে দেখছে।
আরও পড়ুনঃসাজেকে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
এ ঘটনায় পঅর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।ব্যস্ততম ওই এলাকায় অনেক দোকান, রেস্তোরাঁ এবং বার রয়েছে। তবে পুলিশ ঘটনাস্থলটি ইতিমধ্যে সুরক্ষিত করেছে।
একজন দোকানি সংবাদমাধ্যমকে বলেন,’গুলির শব্দে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। আমরা দোকান বন্ধ করে ফেলি।’
পুলিশ কোনো বাধা ছাড়াই সন্দেহভাজন হামলাকারীকে আটক করে। তাঁর কাছ থেকে হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।