ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের লোকোমোটিভের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
গতকাল ০১ জানুয়ারি রবিবার দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মকুন্দপুর রেলস্টেশনের কাছে মুকুন্দপুর-সেজামুড়া সড়কের রেলগেইটে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুনঃ রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৩৯ জন আটক
গতকাল রাতে ট্রেনের লোকোমোটিভের (ইঞ্জিন) ধাক্কায় নিহত মোটরসাইকেল আরোহী যুবকের নাম মাহমুদুল হাসান (২৮)।
নিহত মাহমুদুল হাসান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল গ্রামে বাসিন্দা।তার পিতার নাম আবুচান মিয়া। এ দুর্ঘটনায় ইমন মিয়া (২০) নামের একই গ্রামের আরও একজন আহত হয়েছেন।
স্থানীয়রা ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে বলেন, দুই বন্ধু মাহামুদুল এবং ইমন মোটরসাইকেল নিয়ে সেজামুড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে মুকুন্দপুর-সেজামুড়া সড়কের অরক্ষিত রেল গেইটে সিলেটগামী একটি লোকোমোটিভের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। আউলিয়া বাজার তদন্ত কেন্দ্র পুলিশের সহযোগিতায় গুরুতর আহত দু’জনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাহমুদুলকে মৃত ঘোষণা করেন। আহত ইমরানকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে তিনি জানান, “লোকোমোটিভের ধাক্কায় আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।“