“বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে” এই প্রতিপাদ্যে নিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ থেকে শুরু হল পুলিশ সপ্তাহ ২০২৩।
আজ ৩ জানুয়ারি মঙ্গলবার থেকে শুরু ছয় দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৩।আজ থেকে শুরু হয়ে আগামী ৮ জানুয়ারি শেষ হবে এই আয়োজন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সপ্তাহের প্রথম দিন সকাল ১০টায় রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহের শুভ উদ্বোধন করেন। তিনি পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন বর্ণিল প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন।
আরও পড়ুনঃ কাজের আশায় ঢাকায় এসে প্রাণ গেল বুলবুলের
এর আগে প্যারেডের অভিবাদন মঞ্চে প্রধানমন্ত্রী পৌঁছালে তাকে স্বাগত ও সালাম জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন করেন।
আগামী ৮ জানুয়ারি শেষ হবে পুলিশ সপ্তাহ।পুলিশ সদর দপ্তর থেকে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানের কর্মসূচী সম্পর্কে জানাতে গিয়ে বলা হয়, কাল অনুষ্ঠানের দ্বিতীয় দিন অর্থাৎ ৪ জানুয়ারি বুধবার প্রধানমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এবং এ দিন সন্ধ্যায় ভাষণ দেবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ উপলক্ষে বঙ্গভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
তৃতীয় দিন ৫ জানুয়ারি বৃহস্পতিবার অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি পুলিশ কর্মকর্তারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সম্মেলনে অংশ নেবেন। ৬ জানুয়ারি শুক্রবার আইন-শৃঙ্খলা ও অপরাধ নিয়ে মতবিনিময় করবেন পুলিশ কর্মকর্তারা। ৭ জানুয়ারি শনিবার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সম্মেলনে অংশ নেবেন আইজিপি। পুলিশ সপ্তাহের শেষ দিন ৮ জানুয়ারি রবিবার মন্ত্রী, মন্ত্রিপরিষদসচিব, প্রধান বিচারপতির সঙ্গে পৃথক বৈঠকে অংশ নেবেন পুলিশ কর্মকর্তারা।