আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ ৬ জানুরারি শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের চতুর্থ বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল ৫ জানুয়ারি বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,” সরকারের বর্তমান মেয়াদের চতুর্থ বছর পূর্তি উপলক্ষে ৬ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।“
বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলোতে প্রধানমন্ত্রীর এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে।
আরও পড়ুন: মায়ের সম্পত্তি পরিদর্শনে আজ খুলনা যাবেন প্রধানমন্ত্রী
উল্লেখ বাংলাদেশ আওয়ামী লীগ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করার পর ২০১৯ সালের ৭ জানুয়ারি শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের দশমবারের মত সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবার দুই দিনের ব্যক্তিগত সফরে এখন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ ৬ জানুরারি শুক্রবার বোন শেখ রেহানা ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে সড়কপথে টুঙ্গিপাড়া যান প্রধানমন্ত্রী।সকাল ৮টায় সড়কপথে ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হয়ে ১০টা ৫৫ মিনিটে তিনি সেখানে পৌঁছান।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আজকের কর্মসূচি সম্পর্কে জানা গেছে, প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন তিনি।
পরবর্তী কর্মসূচী হিসেবে আজ খুলনার দিঘলিয়া উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন নেছার নামে কেনা সম্পত্তি পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।খুলনা থেকে সড়ক পথে আবার টুঙ্গিপাড়া ফিরে সেখান প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা রাতযাপন করবেন।




Users Today : 4
Users Last 30 days : 978
Total Users : 15155
Total views : 26114
Who's Online : 0