কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে ছুরিকাঘাতে এক রোহিঙ্গা মাঝি খুন হয়েছেন।
গতকাল ৭ জানুয়ারি শনিবার রাত ৮টার দিকে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর জামতলি রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে।
নিহত রোহিঙ্গা মাঝির নাম আবদুর রশীদ (৩৫)।তিনি ওই ক্যাম্পের ‘এ’ ব্লকের মৃত আবদুল হাকিমের ছেলে। তিনি হেড মাঝির দায়িত্বে ছিলেন। রোহিঙ্গা সন্ত্রাসীগোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে সাধারণ রোহিঙ্গাদের অভিযোগ করেছেন।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুনঃ কুমিল্লায় এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শিবিরের রোহিঙ্গাদের বরাত দিয়ে ওসি মোহাম্মদ আলী জানান, হত্যাকারীরা রশীদকে ঘিরে ধরে উপর্যুপরি ছুরিকাঘাত করে।স্ত্রী ও প্রতিবেশীদের চিৎকারে ক্যাম্পের স্বেচ্ছাসেবীরা গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে কুতুপালং শিবিরের এমএসএফ হাসপাতালে নেওয়ার সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।