কুমিল্লায় রহস্যজনক অবস্থায় এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল ৭ জানুয়ারি শনিবার বিকেলে কুমিল্লা জেলার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের অশ্বতলা গ্রাম থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। ১৪ বছর বয়সী নিহত স্কুলছাত্রীর নাম মাকসুদা আক্তার।সে ওই গ্রামের হতদরিদ্র আবুল কালামের মেয়ে।নিহত মাক্সুদা লাকসাম এ মালেক ইন্সটিটিউশন’র (রেলওয়ে হাই স্কুল) নবম শ্রেণির ছাত্রী।
এলাকাবাসী ও পারিবার এর সাথে কথা বলে পুলিশ জানায়,প্রতিদিনের মতো ঘটনার দিন অর্থাৎগতকাল শনিবার সকালে ওই স্কুলছাত্রীকে বাড়ি রেখে তার মা কমলা বেগম রাস্তার কর্মসূচির কাজে ও বাবা আবুল কালাম ভিক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান। কাজ সেরে দুপুরের দিকে তার মা বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা বন্ধ। এ সময় তিনি অনেক্ষণ মাক্সুদাকে ডাকাডাকি করে তার কোনো সাড়া শব্দ না পেয়ে চিন্তিত হয়ে পড়েন।
পরে দরজার ওপরের টিন ফাঁকা করে পাশের বাড়ির এক শিশুকে ঘরে প্রবেশ করিয়ে দরজা খোলেন। ওই সময় তিনি ভেতরে ঢুকে দেখেন মাকসুদা গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঘরের আড়ার সঙ্গে ঝুলে রয়েছে। এ সময় তার চিৎকারে শুনে আশপাশের লোকজন ছুটে আসেন এবং লাকসাম থানা পুলিশকে সংবাদ দেন।সংবাদ পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় নিয়ে আসে।
আরও পড়ুনঃ ভারতে ধর্ষকের মাকে গুলি করল কিশোরী
নিহতের মা কমলা বেগম পুলিশকে আরও বলেন, ঘটনার দিন সকালে তিনি কাজে যাওয়ার সময় তার মেয়ে মাকসুদা পেট ব্যথা করছে বলে তাকে জানায়। ঠান্ডার কারণে এমনটি হতে পারে ধারণা করে তিনি বিষয়টির প্রতি তেমন গুরুত্ব দেননি। কিন্তু বাড়ি ফিরে মেয়েকে এমন অবস্থায় দেখব ভাবতেই পারিনি।
এদিকে ওই স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যা এই নিয়ে এলাকায় চলছে নানা জল্পনা-কল্পনা।
ঘটনার ব্যাপারে লাকসাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহরাব হোসেন ভূঁইয়া জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ ৮ জানুয়ারি রবিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।