ঢাকা মেট্রোপলিটান পুলিশ(ডিএমপি)রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ।অভিযান পরিচালনার সময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগ ৩৮ জনকে আটক করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরিচালিত নিয়মিত অভিযানের অংশ হিসেবে ডিএমপির বিভিন্ন অপরাধ দমন ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অভিযানের মাধ্যমে আটক করে তাদের।
মাদকদবিরোধী অভিযান পরিচালনায় সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১১৮৬ পিস ইয়াবা, ১২৫.০১ গ্রাম ১৪২ পুরিয়া হেরোইন, ১২ কেজি ৯৪৫ গ্রাম গাঁজা ও পাঁচ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুনঃ উখিয়ায় ছুরিকাঘাতে রোহিঙ্গা মাঝি খুন
মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল ৭ জানুয়ারি শনিবার সকাল ছয়টা থেকে আজ ৮ জানুয়ারি রবিবার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়।এই সময় এই ৩৮ জনকে আটকসহ উপরিউক্ত মাদকদ্রব্যগুলো তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।
অভিযানে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা রুজু হয়েছে বলেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে।