রাজধানীতে আবাসিক হোটেল থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল ৭ জানুয়ারি শনিবার রাতে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকায় এইচএম ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের একটি রুম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।হোটেলের রেজিস্টার থেকে জানা গিয়েছে নিহত ২৩ বছর বয়সী তরুণীর নাম মোছাম্মৎ অন্তরা।
হোটেলে রুম নেয়ার সময় তাঁর সঙ্গে আরও দুই যুবক ছিলেন। তাঁদের একজনের নাম রিয়াজ মাঝি যে ওই তরুণীর স্বামী ও মো. মেহেদী নামে আরেকজন তরুণীর ভাই হিসেবে পরিচয় দিয়ে হোটেল রুম বুক করেন।
আরও পড়ুনঃ রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত বলতে গিয়ে হোটেলটির ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বলেন, গত ৬ জানুয়ারি শুক্রবার সকালে নিহত তরুণী ও তার সঙ্গে থাকা দুই যুবক ৭০৪ নম্বর রুমটি ভাড়া নেন। পরে তরুণীকে রুমে রেখে দুই যুবক চলে যান।সেদিন দুপুরে রিয়াজ মাঝি হোটেল রুমে এসে আবার বেরিয়ে যান। রাতে দুজনের কেউই হোটেলে ছিলেন না। গতকাল শনিবার সকালেও ওই তরুণী হোটেলের কাউন্টারে ফোন চার্জ দিতে এসেছিলেন। সকাল সোয়া ১১টার দিকে হোটেল বয় রুম পরিষ্কার করতে গিয়ে ওই রুমে নক দিয়ে কোনো সাড়া না পেয়ে আমাদের জানায়। আমরা কয়েকজন গিয়ে দেখি দরজার লক খোলা। পরে ভেতরে ঢুকে তরুণীকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। এরপর সাথে সাথে আমারা পুলিশকে খবর দেই এবং পুলিশ এসে মেয়েটির মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
মিরপুর থানার ওসি মহসীন বলেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহতের বিষয়ে তদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।“