জঙ্গি আস্তানা সন্দেহে আজ সুনামগঞ্জে একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ।
আজ ৮ জানুয়ারি রবিবার সকাল ১০টা থেকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আসারকান্দি ইউনিয়নের আটঘর গ্রামের একটি টিনশেড বাড়িটি ঘিরে রেখে অভিযান চালায় পুলিশ।
সুনামগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাইদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুনঃ মাদকবিরোধী অভিযানে ঢাকায় ৩৮ জন আটক
জঙ্গি আস্তানার অভিযানের বিষয়ে তিনি জানান, আজ সকাল ১০টা থেকে জঙ্গিবাড়ি সন্দেহে জগন্নাথপুর উপজেলার আসারকান্দি ইউনিয়নের আটঘর গ্রামের একটি টিনশেড বাড়ি্কে ঘিরে রাখে পুলিশ। এরপর সেখানে অভিযান চালিয়ে সেখান থেকে বেশ কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। ওই ডিভাইসগুলো পরিত্যক্ত হয়ে পড়েছিল।তবে অভিযানের সময় ওই বাড়িতে কাউকে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, আমরা উদ্ধার করা ডিভাই্সগুলো পরীক্ষা করে দেখছি। অভিযানের বিষয়ে পরে বিস্তারিত ভাবে জানানো হবে।




Users Today : 4
Users Last 30 days : 978
Total Users : 15155
Total views : 26114
Who's Online : 0