দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিতে এসে হলে ঢুকে একসঙ্গে ৫০ জন ছাত্রী দেখে রীতিমতো ঘাবড়ে যায় এক ছাত্র। এতজন মেয়ের মাঝে একা বসে পরীক্ষা দিতে হবে ভেবে দুশ্চিন্তায় হাত-পা কাঁপতে শুরু করে তার এবং একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে যায় সে।
সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে বৃহত্তর ভারতের বিহারের প্রদেশের শরিফ আল্লামা ইকবাল কলেজে। অজ্ঞান হওয়া ছাত্রের নাম মণি শঙ্কর।
ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে কলেজ কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি শুরু হওয়া দ্বাদশ শ্রেণির পরীক্ষার সিট পড়েছিল তাদের কলেজে।পরীক্ষার দিন পরীক্ষা হলে সময় মতোই পৌঁছেছিল ওই ছাত্র। কিন্তু পরীক্ষার হলে ঢোকার পর থেকেই সে খুব অদ্ভুত আচরণ করছিল।দেখে মনে হচ্ছিল কোন কিছু নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে আছে সে।
প্রথমে কর্তব্যরত শিক্ষকরা বিষয়টি আমলে নেয়নি, ভেবেছিল পরীক্ষার জন্য ওই ছাত্র দুশ্চিন্তা করছে। কিন্তু পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর ছেলেটি হঠাৎই জ্ঞান হারিয়ে পড়ে যায়।
এরপর সবাই ধরাধরি করে তুলে চোখমুখে পানির ছিটা দিতেই ধীরে ধীরে জ্ঞান ফেরে ওই ছাত্রের। কিন্তু তার পুরো শরীর তখন গরম, জ্বরে কাঁপতে শুরু করে সে। অজ্ঞান হবার কারন সম্পর্কে তার কাছে জানতে চাইলে সে জানায়, একসঙ্গে এত মেয়ে দেখেই ঘাবড়ে গিয়েছিল সে। এত মেয়ের মাঝে একা বসে পরীক্ষা দিতে হবে বলে দুশ্চিন্তায় তার জ্বর এসে গেছে।
এদিকে অজ্ঞান হওয়া ওই ছাত্রের স্বজনরা কলেজ কর্তৃপক্ষকে বলেছেন, ‘বেশি মেয়ে একসাথে দেখলেই ছেলেটির টেনশন শুরু হয়। পরীক্ষার জন্য নয় বরং এতজন মেয়ে একসাথে দেখেই টেনশনে জ্ঞান হারিয়েছিল সে। চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তার কাউন্সেলিং করা হচ্ছে।’