রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতরও আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা নিহতের আরও ২ সহপাঠী।
আজ ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর ভাঙা প্রেস একাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সকাল সোয়া ১০টার দিকে একজনকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪২
সড়ক দুর্ঘটনায় নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর নাম ওমর ফারুক পলক (২৩)।তিনি ডেমরায় অবস্থিত বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী। পলক চট্টগ্রামের মিরসরাই উপজেলার উত্তর ইদু খালি গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মো. মমিনুল হকের ছেলে। তিনি যাত্রাবাড়ীর কাজলায় মামার বাসায় থাকতেন।
দুর্ঘটনায় আহত দুই সহপাঠীর মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার নাম জুয়েল রানা। তিনি রাজধানীর নারিন্দায় থাকেন। আহত আরেক সহপাঠীর নাম-পরিচয় এখনো জানা যায়নি।তারা সকলেই একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
দুর্ঘটনায় আহত ও প্রত্যক্ষদর্শীদের বয়ানের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানা যায় যে,বিশ্ববিদ্যালয়ে যাবার উদ্দেশ্য নিহত ওমর ফারুক মোটরসাইকেল চালাচ্ছিলেন ।এসময় তার সাথে জুয়েল রানা ও অন্য একজন সহপাঠী মোটরসাইকেলে ছিলেন।পথিমধ্যে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ভাঙ্গা প্রেস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছুটে আসা আশিয়ান বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে পলককে মৃত ঘোষণা করেন। জুয়েল রানা ও অন্য সহপাঠীর জরুরি বিভাগে চিকিৎসা চলছে।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একজন নিহতের খবর পাওয়া গেছে। বিস্তারিত জানার জন্য টিম পাঠানো হয়েছে।“