যশোরে প্রেমের প্রস্তাব সাড়া নয়া দেয়ায় এক স্কুলছাত্রীর মুখে ধারালো ব্লেড দিয়ে মারাত্মক ভাবে আহত করার অভিযোগ উঠেছে এক বখাটে যুবকের বিরুদ্ধে।
গতকাল ১ মার্চ বুধবার বিকেলে যশোরের অভয়নগর উপজেলার নূরবাগ স্বাধীনতা চত্বরসংলগ্ন গরুহাটা এলাকায় এই ঘটনা ঘটে।
আহত স্কুলছাত্রী অভয়নগর উপজেলার নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
হামলায় অভিযোগে অভিযুক্ত ২১ বছর বয়সী বখাটে যুবকের নাম রোহান।সে অভয়নগর উপজেলার বুইকরা গ্রামের ড্রাইভারপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম হায়দার।
আরও পড়ুনঃডিএমপির মাদকবিরোধী অভিযানঃ আটক ৩৬ জন
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত স্কুলছাত্রী ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে বলে জানায়, সে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।অন্যান্য দিনের মত গতকালও বিদ্যালয় ছুটির পর সে হেঁটে বাড়ি ফিরছিল।পথিমধ্যে গরুহাটা এলাকায় পৌঁছলে বখাটে রোহান তার পথরোধ করে দাঁড়ায় এবং প্রেমের প্রস্তাব দেন।কিন্তু প্রস্তাবে সাড়া না দেয়াতে ক্ষিপ্ত রোহান তার মাথার চুল ধরে ডান কানের পাশে মুখমণ্ডলে ব্লেড দিয়ে ক্ষত করে পালিয়ে যান।
অন্যদিকে প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৪টার দিকে নওয়াপাড়া মডেল বিদ্যালয়ের ড্রেস পরা এক ছাত্রীর মুখে ব্লেড দিয়ে ক্ষত করে এক যুবককে দৌড়ে পালিয়ে যেতে দেখেছে তারা। পরে গুরুতর আহত অবস্থায় ছাত্রীটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে অভয়নগর থানার ওসি এ কে এম শামীম হাসান সংবাদমাধ্যমকে জানান, “খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী,তার পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলা হয়েছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে পালিয়ে যাওয়া বখাটে যুবক রোহানকে আটকে অভিযান চলছে।“