প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট পাহাড় ধসে মধ্য আমেরিকার দেশ ইকুয়েডরে অন্তত ৭ জন নিহত হয়েছেন।এতে আহত হয়েছেন আরও অন্তত ২৩ জন। এছাড়াও পাহাড় ধসের ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে প্রায় ৫০ জন।
গতকাল ২৭ মার্চ সোমবার ইকুয়েডরের জাতীয় রিস্ক এজেন্সি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। টুইটারে প্রকাশিত বিবৃতিতে রিস্ক এজেন্সি বলেছে, এ পাহাড় ধসের ঘটনায় অন্তত ৫০০ ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং অন্তত ১৬৩টি বাড়ি বিধ্বস্ত হয়েছে।
আরও পড়ুনঃঝিনাইদহে সাতসকালে সড়কে ঝরল স্বামী-স্ত্রীর প্রাণ
বার্তা সংস্থা রয়টার্স এ দুর্ঘটনা সংক্রান্ত প্রতিবেদনে জানায়,গত ২৬ মার্চ রবিবার ইকুয়েডরের শিম্বোরাজো প্রদেশের আলাউসি শহরে দিবাগত রাতে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে ৭ জন নিহত হন এবং ৫০ জন নিখোঁজ হন। অবশ্য উদ্ধারকর্মীরা মাটির নিচে চাপাপড়া অন্তত ৩২ জনকে উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উদ্ধারকারীরা ডগ স্কোয়াডের সহায়তা নিয়ে পাহাড় ধসে মাটির নিচে চাপা পড়াদের উদ্ধারে কাজ করে যাচ্ছে।কিছু কিছু স্থানে পুরো বাড়িই মাটির নিচে চাপা পড়ে গেছে।তারা আরও জানায়,পাহাড় ধসের ফলে একটি স্টেডিয়াম সম্পূর্ণরূপে মাটির নিচে চাপা পড়ে গেছে। পাশাপাশি খেলাধুলা ও সঙ্গীত অনুষ্ঠানের জন্য ব্যবহৃত আরেকটি মুক্তাঙ্গনও ধসে পড়েছে।
উল্লেখ্য ভারী বর্ষণে ফলে সৃষ্ট বন্যায় ইকুয়েডরজুড়ে রাস্তা, সেতু এবং অন্যান্য অবকাঠামো ধ্বংস হয়েছে।তাই দেশটির প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো চলতি মাসের শুরুর দিকে তীব্র আবহাওয়া এবং শক্তিশালী ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১৪টি প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেন।




Users Today : 4
Users Last 30 days : 978
Total Users : 15155
Total views : 26114
Who's Online : 0