যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে একটি বেসরকারি স্কুলে গুলিবর্ষণের ঘটনায় নিহত হয়েছেন ৭ জন।হামলাকারী সহ নিহতদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছে ।
মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক পোস্ট এ তথ্য নিশ্চিত করেছে।
গতকাল ২৭ মার্চ সোমবার যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলের বেসরকারি ক্রিশ্চিয়ান স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটে।
ন্যাশভিল শহরের বার্টন হিলস ডক্টর এলাকায় কভেন্যান্ট প্রেসবিটারিয়ান চার্চের কভেন্যান্ট স্কুলে সকালের দিকে একজন নারী বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুলটি একটি প্রাইভেট খ্রিস্টান স্কুল যেখানে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। হামলার সময় স্কুলটিতে ২০০ জনের মতো শিক্ষার্থী ছিল।
বন্দুকধারীর গুলিতে মারা যাওয়া ৬ জনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন এভলিন ডিকহাউস (৯), হ্যালি স্ক্রাগস (৯), উইলিয়াম কিনি (৯), সিনথিয়া পিক (৬১), ক্যাথরিন কুন্স (৬০) ও মাইক হিল (৬১)।
স্থানীয় পুলিশ ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে সংবাদমাধ্যমকে জানায়, গতকাল ২৭ মার্চ স্থানীয় সময় সকাল ১০টা ১৩ মিনিটে বিষয়টা জানতে পারি।খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছানোর পর স্কুল ভবনটির দ্বিতীয় তলায় গুলির শব্দ শুনতে পায় পুলিশ।পরে বন্দুকধারী পুলিশের সঙ্গে গুলিবর্ষণে লিপ্ত হলে পুলিশও পাল্টা গুলি চালায়।এতে ঘটনাস্থলে হামলাকারী নিহত হন। তবে হামলাকারী নিহতের আগে তিন শিক্ষার্থী ও তিন কর্মচারীকে হত্যা করে।
পরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, পুলিশ হামলাকারীকে শনাক্ত করতে পারেনি। তবে ধারণা করছে হামলাকারী একজন কিশোরি এবং ওই স্কুলের সাবেক শিক্ষার্থী। বন্দুক হামলার ঘটনা ১৪ মিনিট স্থায়ী হয়েছিল ওই নারী কীভাবে স্কুলের ভেতরে প্রবেশ করেছিল তা এখনো জানা যায়নি।




Users Today : 4
Users Last 30 days : 978
Total Users : 15155
Total views : 26114
Who's Online : 0