সৌদি আরবের মক্কায় ওমরা পালন করতে যাওয়ার সময় ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২০ জন ওমরাহযাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া উক্ত দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন।
গতকাল ২৭ মার্চ সোমবার সৌদি আরবের মক্কায় যাওয়ার সময় দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে বাসটি উল্টে গিয়ে তাতে আগুন ধরে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম গালফ নিউজ দুর্ঘটনার বিস্তারিত জানিয়ে তাদের প্রতিবেদনে বলা হয়, চলন্ত অবস্থায় ব্রেক কাজ না করায় একটি সেতুর ওপর উল্টে গিয়ে বাসটিতে আগুন ধরে যায়।মক্কার দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতরা সবাই ওমরাহ পালন করতে মক্কায় যাচ্ছিলেন।তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা জায়নি। তবে সৌদি সম্প্রচারমাধ্যম আল-আখবারিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হতাহতদের অধিকাংশই আসির অঞ্চলের বাসিন্দা।
আরও পড়ুন: পাহাড় ধসে ইকুয়েডরে নিহত ৭, নিখোঁজ প্রায় অর্ধশতাধিক
এদিকে খবর পেয়ে সৌদি আরবের সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দুর্ঘটনাস্থলে সর্ব সাধারণের প্রবেশ বন্ধ করে দেয়। দুর্ঘটনায় হতাহতদের নিকটস্থ হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।




Users Today : 4
Users Last 30 days : 978
Total Users : 15155
Total views : 26114
Who's Online : 0