ফিলিপাইনে মাঝ সমুদ্রে যাত্রীবাহী একটি ফেরিতে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হবার খবর পাওয়া গেছে।অগ্নিকান্ডের স্বীকার ফেরিটি থেকে ২৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ফিলিপিনো কোস্টগার্ডের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই হতাহতের খবর জানিয়েছে।
গতকাল ২৯ মার্চ বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের বাসিলান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুনঃ পিরোজপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
দুর্ঘটনার কারন জানাতে গিয়ে মিনদানাও অঞ্চল কোস্টগার্ডের প্রধান কমোডর রিজার্ড মারফে স্থানীয় ডিজিএমএম রেডিও স্টেশনকে জানান,ফেরির একটি শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। সেই সময় ওই কেবিনে থাকা ৯ জন গুরুতর আহত হয়েছেন।তিনি সাথে আরও উল্লেখ করে, একসঙ্গে প্রায় ৪৩০ জন যাত্রী বহনে সক্ষম ওই ফেরিটি।
ফিলিপিনো কোস্টগার্ড অগ্নিকাণ্ডের স্বীকার এমভি লেডি ম্যারি জয়-৩ নামের ফেরিটির বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে। ছবিগুলোতে দেখা যায়, উদ্ধারকারী জাহাজ আগুন নেভাতে পানি ছিটাচ্ছে। অন্য একটি ছবিতে দেখা যায় উদ্ধারকৃত যাত্রীদের সমুদ্রের পাড়ে নিয়ে আসা হচ্ছে।
ফিলিপিনের কোস্টগার্ড দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্তের পাশাপাশি নিরাপত্তা মূল্যায়নের বিষয়ে সহায়তা করার কথা জানিয়েছে। এছাড়াও সমুদ্রে তেল ছড়িয়ে পড়ে কি না, সেদিকেও লক্ষ্য রাখবে তারা।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, প্রায় ৭ হাজার ৬০০ দ্বীপ নিয়ে গঠিত ফিলিপাইন দ্বীপপুঞ্জ রাষ্ট্র। কিন্তু নৌ ও জাহাজ পরিবহনের নিরাপত্তার ক্ষেত্রে ফিলিপাইন বেশ ঝুঁকিপূর্ণ। সেখানে নৌযানগুলো অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করে। এছাড়া মেয়াদোত্তীর্ণ পুরনো ফিটনেসবিহীন যানগুলোও বাঁধা ছাড়াই চলাচল করে।




Users Today : 4
Users Last 30 days : 978
Total Users : 15155
Total views : 26114
Who's Online : 0