যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে প্রশিক্ষণকালীন মহড়ার সময় দেশটির সেনাবাহিনীর দুটি ব্ল্যাক হক হেলিকপ্টারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
গতকাল ২৯ মার্চ বুধবার স্থানীয় সময় রাত ৯টা ৩৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
আজ ৩০ মার্চ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল ও সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুসারে জানা যায়, যে ঘাঁটিতে হেলিকপ্টার দুটির সংঘর্ষ হয়েছে সেটি ন্যাশভিল থেকে ৬০ মাইল উত্তর-পূর্ব দিকের কেন্টাকির টিনাসের ট্রিগ কাউন্টিতে অবস্থিত। ওই ঘাঁটিতে ১০১তম এয়ারবোর্ন রেজিমেন্ট এবং ১৬০ স্পেশাল অপারেশন এভিয়েশন রেজিমেন্টের সেনারা থাকেন।
মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র নন্ডিস থারম্যান ৩০ মার্চ বৃহস্পতিবার রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে বলেন, স্থানীয় সময় বুধবার রাত ১০টার দিকে ট্রিগ কাউন্টির ৬৮ নম্বর মহাসড়কের কাছে দু’টি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।তবে ওই দুই হেলিকপ্টারে থাকা ক্রুদের অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।এছাড়া হেলিকপ্টার দুটিতে কতজন আরোহী ছিলেন সে সময় সে বিষয়েও বিস্তারিত কিছু জানাননি তিনি।
তবে তিনি এটা নিশ্চিত করেছেন হেলিকপ্টারগুলো ছিল ব্ল্যাকহক মডেলের, আর এগুলো পরিচালনা করত ১০১তম এয়ারবোর্ন ডিভিশন।
সংবাদমাধ্যম নিউ টেলিগ্রাফ এবং ডেইলি মেইল জানিয়েছে, কেন্টাকিতে এ দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় আবহাওয়া স্বাভাবিক ছিল।
এদিকে কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসেয়ার ৩০ মার্চ বৃহস্পতিবার সকালে টুইট করে বলেছেন, ‘ফোর্ট ক্যাম্পবেল থেকে খারাপ খবর এসেছে।’
আরও পড়ুন:ফিলিপাইনে মাঝ সমুদ্রে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডঃনিহত ১০ জন
উল্লেখ্য গত বছর ২০২২ সালের জুলাইয়ে ৫০ লাখ ডলার খরচ করে ওই হেলিক্প্টার প্রশিক্ষণ কেন্দ্রটির উদ্বোধন করা হয়। কঠিন পরিস্থিতির বাস্তব ধারণা পাওয়া যাবে এমন ডিজাইন করে এটি তৈরি করা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ফোর্ট ক্যাম্পবেল থেকে প্রথমবারের মতো একটি ইউএইচ-৬-আলফা ব্ল্যাকহক হেলিকপ্টার মানুষ ছাড়াই উড়ানো হয়।তাই বৃহস্পতিবারের দুর্ঘটনার পেছনে এ প্রোগ্রামের কোনো ত্রুটি আছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এখন পর্যন্ত হেলিকপ্টার দুটির মুখোমুখি এ সংঘর্ষের সুনির্দিষ্ট কোনো কারণও জানা যায়নি।




Users Today : 4
Users Last 30 days : 978
Total Users : 15155
Total views : 26114
Who's Online : 0