দক্ষিণ আফ্রিকায় অজ্ঞাত বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে একই পরিবারের ৭ নারীসহ একই ১০ জন নিহত হয়েছেন।দেশটির পিটারমারিজবার্গ শহরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সময় ২০ এপ্রিল বৃহস্পতিবার রাতে দক্ষিণ আফ্রিকার পিটারমারিজবার্গ শহরে একটি বসতবাড়িতে অতর্কিত হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারী।
সংবাদমাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
আরও পরুনঃঈদ উপলক্ষে মেট্রোরেল চলাচলের সময়ের পরিবর্তন
হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।অভিযানকালে সেখান থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে সাতজন নারী ও তিনজন পুরুষ। নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলে ধারনা করছে পুলিশ। ভয়াবহ এ হামলার পর শহরটিতে বিরাজ করছে চরম আতঙ্ক।
তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানতে পারেনি পুলিশ।তবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতা অথবা ডাকাতির উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড সঙ্ঘটিত হয়ছে।হামলার রহস্য উদঘাটনে এরইমধ্যে তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে আবারও এক বাংলাদেশি প্রবাসী নিহত
উল্লেখ্য খুনের হারে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর অন্যতম দক্ষিণ আফ্রিকা। ছয় কোটি জনসংখ্যার অধ্যুষিত দেশটিতে প্রতি বছর প্রায় ২০ হাজার হত্যাকাণ্ড সঙ্ঘটিত হয়। চলতি বছরের জানুয়ারিতে দেশটির ইস্টার্ন কেইপ প্রদেশের জেকেবেরহা শহরে এক জন্মদিনের পার্টিতে বন্দুকধারীদের গুলিতে আটজন নিহত ও তিনজন আহত হন।