ভারতের রাজধানী দিল্লিতে বিয়ের জন্য চাপ দেয়ায় লিভ ইন সঙ্গীর হাতে খুন হলো এক তরুণী
গত ১২ এপ্রিল রাতে পুলিশ খবর পায় একটি বাড়ির বাইরে এক তরুণীর মৃতদেহ পড়ে আছে। প্রাথমিকভাবে দেহটিতে কোন আঘাতের চিহ্ন না পাওয়া গেলেও ময়নাতদন্তের প্রতিবেদন বলছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।এরপর কারন অনুসন্ধানে নামে দিল্লী পুলিশ।
খুন হওয়া ওই তরুণীর নাম রোহিনা। তার বয়স ২৫ বছর। আর অভিযুক্ত খুনি প্রেমিকের নাম বিনীত। প্রেমিক বিনীতের সঙ্গে প্রায় ৪ বছর আগে পালিয়ে এসে উত্তর-পূর্ব দিল্লিতে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিলেন রোহিনা।
এই ঘটনায় বিনীতের বোন পারুলকে গত ২০ এপ্রিল গ্রেফতার করেছে পুলিশ। পুলিশি জেরার মুখে সে সমস্ত কথা স্বীকার করেছে পারুল। তবে বিনীত ও তার বন্ধু এখনও পলাতক।
ঘটনা বিস্তারিত জানাতে গিয়ে পুলিশ জানিয়েছে, রোহিনা সম্প্রতি বিয়ের জন্ম বিনীতকে চাপ দিচ্ছিল। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হত।একপর্যায়ে বিরক্ত হয়ে গত ১২ এপ্রিল শ্বাসরোধ করে প্রেমিকাকে হত্যা করে বিনীত। তারপর মৃতদেহ সরিয়ে ফেলতে নিজের বন্ধু ও বোন পারুলের সাহায্য নেয় সে।তাদের সহায়তায় বিনীত রোহিনার মৃতদেহ বাড়ি থেকে ১২ কিলোমিটার দূরে ফেলে দিয়ে আসে।
আরও পড়ুনঃ রাষ্ট্রপতি হিসেবে জাতীয় ঈদগাহে শেষ ঈদের জামাত আদায় করলেন মো. আবদুল হামিদ
পুলিশি অনুসন্ধানের একপর্যায়ে অই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা যায় দুই যুবক বাইকে করে মৃতদেহটি প্রথমে নিয়ে আসে। এরপর দেখা যায় মৃতদেহটি কাঁধে করে হেটে যাচ্ছে এক যুবক এবং তার পিছে পিছে যাচ্ছে অন্য এক নারী ও এক যুবক। পরে পুলিশ বাইকের নম্বর প্লেট দেখে তদন্ত করতেই পুরো বিষয়টি পুলিশের সামনে আসে। মৃতদেহ বহনকারী ওই দুই যুবক আসলে বিনীত ও তার বন্ধু এবং ওই নারী বিনীতের বোন।




Users Today : 4
Users Last 30 days : 978
Total Users : 15155
Total views : 26114
Who's Online : 0