যুক্তরাষ্ট্রে ওহাইওতে একটি গ্যাস ষ্টেশনে ডাকাতদল এক ভারতীয় ছাত্রকে গুলি করে হত্যা করেছে।
গত ২০ এপ্রিল বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের কলম্বাসে একটি গ্যাস স্টেশনে ভারতীয় ছাত্রকে গুলি করার এ ঘটনা ঘটে।
মার্কিন সংবাদমাধ্যম তথ্য অনুযায়ী নিহত ২৪ বছর বয়সী ওই ভারতীয় ছাত্রের নাম সাইশ ভিরা। সে ভারতের অন্ধ্রপ্রদেশের বাসিন্দা।গত কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন পড়াশুনার জন্য। আর মাত্র কয়েক দিনের মধ্যে তার স্নাতকোত্তর ডিগ্রি অর্জন শেষ হওয়ার কথা ছিল।
আরও পরুনঃ ভারতের দিল্লিতে বিয়ের জন্য চাপ দেয়ায় লিভ ইন সঙ্গীর হাতে খুন হলো এক তরুণী
যুক্তরাষ্ট্রের এনবিসি ফোর টেলিভিশন নেটওয়ার্ক তাদের এক প্রতিবেদনে জানিয়েছে,গত ২০ এপ্রিল বৃহস্পতিবার সকালে গ্যাস স্টেশনে সাইশ কর্মরত অবস্থায় ডাকাতদল হানা দেয়। ডাকাতির একপর্যায়ে তারা সাইশকে লক্ষ্য করে গুলি চালায় তারা। এরপর গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সাইশ মারা যান।
পুলিশ কর্মকর্তারা বলেছেন, তারা গ্যাস স্টেশনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছেন এবং সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করেছেন।
সাইশের রুমমেট ভেঙ্কট নেরুসু জানিয়েছেন, সাইশ ক্রিকেট খেলতে ভালোবাসত। পড়ালেখা শেষ হলেই আইটি সেক্টরে কাজ করার স্বপ্ন দেখত সে।
নিহতের আরেক রুমমেট এবং ক্রিকেট সতীর্থ পুনিথ রাগুপাধি সংবাদমাধ্যমকে বলেছেন, তিনি সাইশকে রাতে গ্যাস স্টেশনে চাকরি করার বিষয়ে সতর্ক করেছিলেন। সাইশ তার কথা মেনে তখন এ কাজ ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সাইশ গ্যাস স্টেশনের মালিককে জানিয়েও দেয় যে সে দুই সপ্তাহের মধ্যে কাজ ছেড়ে দিচ্ছি।
এদিকে নিহতের বন্ধুরা ‘গো ফান্ডমি’তে তহবিল সংগ্রহের একটি অ্যাকাউন্ট খুলেছে। সংগৃহীত অর্থ দিয়ে সাইশের মৃতদেহ ভারতে পাঠানো হবে। সাইশের বাবা নেই। অর্থ বেশি জমা পড়লে সেগুলো তার মাকে সহায়তা হিসেবে দেওয়া হবে বলে জানায় তারা।




Users Today : 4
Users Last 30 days : 978
Total Users : 15155
Total views : 26114
Who's Online : 0