চাঁপাইনবাবগঞ্জের চকপাড়া সীমান্তে এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ ২৩ এপ্রিল রবিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তের ১৮৩/৪ এস পিলারে ১০০ গজ অভ্যন্তরে জামতলা ব্রিজের পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ৩২ বছর বয়স্ক যুবকের নাম সাদিকুর রহমান সাধু।সে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চকপাড়া গ্রামের বাসিন্দা।তার পিতার নাম মৃত তৈমুর রহমান।
আরও পড়ুন:কুয়াকাটায় আবাসিক হোটেলে যুবকের মরদেহ উদ্ধার
স্থানীয় এলাকাবাসী সঙ্গে কথা বলে জানা যায় যে, আজ সকালে কৃষকরা ক্ষেতে কাজে যাওয়ার সময় গুলিবিদ্ধ যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয়।ধারনা করা হচ্ছে চকপাড়া গ্রামের সাদিকুর রাতের কোনো এক সময় ভারতে চোরাচালান করতে যাওয়ার সময় বিএসএফ সদস্যদের গুলিতে আহত হন। এ সময় তার সহযোগীরা সীমান্ত থেকে তাকে নিয়ে পালিয়ে আসার চেষ্টা করেন কিন্তু পথে তার মৃত্যু হওয়ায় সহযোগীরা মৃতদেহটি ধানক্ষেতের পাশে রেখে পালিয়ে যান।
স্থানীয়রা আরও জানান, বর্তমানে মরদেহটি সীমান্তের ১৮৩নং মেইন পিলারের আওতাধীন এলাকায় পড়ে রয়েছে। ওই যুবকের গলার নিচে গুলি লেগেছে।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি-৫৯ (রহনপুর) এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া ঘটনার বিষয়ে জানান, সীমান্ত এলাকার বাংলাদেশের অভ্যন্তরে ধানক্ষেতে মরদেহটি পাওয়া গেছে। তবে এটি বিএসএফ রিলেটেড কোন ঘটনা নয়। অভ্যন্তরীণ কোন ইস্যুতে সাদিকুর মারা গেছেন। এটা তদন্ত করে পুলিশ রহস্য বের করবে।
বিজিবি অধিনায়ক আরও জানান, ভারতীয় চোরাকারবারিরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও মাদক ও অবৈধ চোরাচালান বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ব্যাটালিয়ন সদর দফতর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।




Users Today : 4
Users Last 30 days : 978
Total Users : 15155
Total views : 26114
Who's Online : 0