ময়মনসিংহে খাবারের খোঁজে থাকা বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক যুবক কৃষক নিহত হয়েছে।
গতকাল ২২ এপ্রিল শনিবার বিকেলে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নের কাঁটাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত ৩০ বছর বয়সী কৃষক যুবকের নামফরজুল ইসলা্ম। তিনি হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নের কাঁটাবাড়ি গ্রামের বাসিন্দা।তার পিতার নাম ফজর আলী।
স্থানীয়রা ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে বলেন,গতকাল ঈদের দিন বিকেল ৫টার দিকে গাবরাখালী সীমান্তবর্তী এলাকায় ফসলি জমিতে একদল বন্য হাতি ধান খেতে নেমে ফসল নষ্ট করে। এ খবর পেয়ে ধানক্ষেতের ফসল বাঁচাতে গ্রামবাসী সঙ্গবদ্ধ হয়ে হাতি তাড়াতে লাঠি-মশাল নিয়ে ধাওয়া করেন। কিন্তু অসাবধানতাবসত ওই সময় কৃষক ফরজুল ইসলাম হাতির খুব কাছে চলে গেলে একটি হাতির পাড়ায় সে পিষ্ট হয় এবং ঘটনাস্থলেই মৃত্যুবরন করে।
আরও পড়ুনঃ নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ওসি শাহিনুজ্জামান খান জানান,“খাবারের খোঁজে থাকা বন্য হাতির দল ভারতীয় সীমান্ত অতিক্রম করে পাকা ধানক্ষেতে তাণ্ডব চালায়। এ সময় গ্রামবাসী বাঁধা দেয়ার চেষ্টা করে। পরে সেখানে থাকা কৃষক ফরজুল হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।“



Users Today : 4
Users Last 30 days : 978
Total Users : 15155
Total views : 26114
Who's Online : 0