যশোরে রাস্তা পারাপারের সময় অসাবধানাবসত মোটরসাইকেলের ধাক্কায় ঢাকা জজকোর্টের এক আইনজীবী নিহত হয়েছেন।
গতকাল ২৩ এপ্রিল রবিবার সন্ধ্যায় যশোর জেলার শার্শা উপজেলার শ্যামলাগছী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৫০ বছর বয়সী আইনজীবীর নাম মাহবুবুর হাসান।তিনি দক্ষিণ বুরুজ বাগান গ্রামের বাসিন্দা হিমে মোড়লের ছেলে। তিনি ঢাকা জজকোর্টে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আরও পড়ুনঃরাজবাড়ীতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে ছাত্রলীগ নেতা নিহত
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে এসেছিল মাহবুব। গতকাল সন্ধ্যায় দরকারি কাজ সারতে শার্শার শ্যামলাগাছী যান তিনি।পথিমধ্যে যশোর বেনাপোল মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে মাথায় গুরুতঢ় ভাবে আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসকের সঙ্গে কথা বললে তিনি জানান, “সন্ধ্যায় মারাত্মক আহত অবস্থায় মাহবুবুর হাসান নামে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়।কিন্তু হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।“