রাজবাড়ীতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে ছাত্রলীগ নেতা নিহত।
গতকাল ২৩ এপ্রিল রবিবার রাত ১০টার দিকে রাজবাড়ী জেলার সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকায় নিহতের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ঘরের জানালা দিয়ে তাকে গুলি করে পালিয়ে যায়।
নিহত ২৮ বছর বয়সী ছাত্রলীগ নেতার নাম শেখ সুমন সবুজ। তিনি সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকার বাসিন্দা।তার পিতার নাম সামছুল আলম বাবু।এছাড়া তিনি বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিনের ভাতিজা।নিহত সবুজ রাজবাড়ী সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।
দুর্বৃত্তদের গুলিতে এসময় আহত হয়েছেন সজিব (২৭) নামের আরও এক যুবক। আহত সজিব উড়াকান্দার সোনাই সরদারের ছেলে।
নিহতের চাচা শেখ ফরিদ উদ্দিন ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে জানান, গত কয়েকমাস আগে সবুজ ও তার বন্ধুরা মিলে উড়াকান্দা এলাকায় পদ্মা নদীর পাড়ে অবস্থিত গল্পগৃহ রিসোর্টের পাশে ডিজিটাল বৈদ্যুতিক নৌকা, জাম্পিং স্লিপারসহ বিনোদনের বিভিন্ন সরঞ্জাম নিয়ে ব্যবসা শুরু করে।গতকাল রোববার রাত ১০ টার দিকে সবুজ ও তার বন্ধুরা মিলে সবুজের ঘরের মধ্য বসে সেদিনের রিসোর্টের টাকা আয়ের হিসেব করছিল। ঘরের দরজা বন্ধ ছিল, তবে জানালা খোলা ছিল।
আরও পড়ুন:২২তম রাষ্ট্রপতি পদে অভিষিক্ত হতে যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হঠাৎই সবুজের বাড়ির সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রথমে দুর্বৃত্তরা আতংক সৃষ্টি করে। এরপর বাড়ির মধ্যে ঢুকে ঘরের জানালা দিয়ে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে। এতে সবুজের কপালে এবং সজিবের পেটে ও পায়ে গুলি লাগে। এসময় ঘরের মধ্যে থাকা অন্যরা দরজা খুলে দৌঁড়ে বাইরে চলে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিক সবুজ ও সজিবকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দু’জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন করেন। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই সবুজ মারা যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলজ্জামান জানান, “ঘটনা শোনার সাথে সাথেই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঠিক কি কারনে এ ঘটনা ঘটেছে তা জানা নয়া গেলেও ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও এরসঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।“